○brbr কোম্পানী আইন, ১৯৯৪ কোম্পানীর তথ্যাদির ৩৫৮ । কোম্পানীর সদস্য ও পরিচালকগণের তালিকা অন্যান্য যে সকল কোম্পানীর দুই বা ততোধিক পরিচালক কিংবা অন্য প্রধান কর্মকর্তা একটি ঘোষণার দ্বারা প্রত্যয়ন করিবেন। রেজিষ্ট্রার কর্তৃক ৩৫৯ । কোন কোম্পানীকে জয়েন্ট-ষ্টক কোম্পানীরূপে নিবন্ধনের প্রস্তাব இ. శ్లా are করা হইলে প্রস্তুতুি কোম্পানীটি ৩৫৫ ধারায় প্রদত্ত সংজ্ঞানুযায়ী একটি * সম্পর্কে মান তলৰ জয়েন্ট-ষ্টক কোম্পানী কি না তৎসম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য রেজিষ্ট্রর তৃহার কোন বিদ্যমান ৩৬০। (১) এই আইন প্রবর্তনের সময় বিদ্যমান ছিল এইরূপ কোন ব্যাংক ಕ್ಲ কোম্পানী যদি একটি সীমিতদায় কোম্পানী হিসাবে নিবন্ধিকৃত হওয়ার জন্য ব্যাংক কোম্পানী পূর্বে উক্ত অভিপ্রায় ব্যক্ত করিয়া একটি নোটিশ এমন সকল ব্যক্তির সর্বশেষ কর্তৃক নোটিশ দান জানা ঠিকানায় ডাকে প্রেরণ করিতে হইবে যাহাদের উক্ত ব্যাংক কোম্পানীতে কোন ব্যাংক হিসাব থাকে। QN - (২) যদি উক্ত ব্যাংক কোম্পানী কোন হিসাবধারীকে (১) উপ-ধারার অধীনে প্রদেয় নোটিশ না দেয়, তাহা হইলে কোম্পানী ও উক্ত ব্যাংক হিসাবে স্বার্থবান ব্যক্তির পারস্পরিক সম্পর্কের ড়েগত্রে এবং যে সর্বশেষ তারিখে নোটিশ প্রদান সীমিতদায় কোম্পানীরূপে ব্যাংক কোম্পানীটির নিবন্ধনের কোন কার্যকরতা থাকিবে না। ১১ • কতিপয় ড়োত্রে ফিস ৩৬১। যদি কোন কোম্পানী সীমিতদায় কোম্পানী হিসাবে নিবন্ধিকৃত না ఫిళా হয় কিংবা নিবন্ধনের পূর্বে যদি উহার শেয়ার হোল্ডারদের দায়-দায়িত্ব সংসদ নিবন্ধনের জন্য কোনরূপ ফিস দিতে হইবে না। নুমের সহিত sè ৩৬২। এই খণ্ডের বিধান অনুযায়ী যখন কোন কোম্পানী সীমিতদায় ಘೀ কোম্পানী হিসাবে নিবন্ধিকৃত হয় তখন হইতেই ‘লিমিটেড অথবা সীমিতদায় যোগ o শব্দটি উহার নামের একটি অংশ হিসাবে নিবন্ধিকৃত হইবে। বিদ্যমান ৩৬৩। নিবন্ধন সম্পর্কিত এই খণ্ডের বিধান পালন এবং তফসিল-২ §R - একটি প্রত্যয়নপত্র দিবেন যে, নিবন্ধনের জন্য আবেদনকারী কোম্পানীকে এই আইন মোতাবেক নিগমিত করা হইল এবং উহা সীমিতদায় কোম্পানী হইলে, ইহা একটি সীমিতদায় কোম্পানীও বটে; এবং তৎপ্রেড়িগতে কোম্পানীটি নিগমিত সংস্থা হইবে এবং উহার চিরস্থায়ী উত্তরাধিকার এবং একটি সাধারণ সীলমোহর থাকিবে।
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৩৯২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।