পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৩৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোম্পানী আইন, ১৯৯৪ ○brö ৩৬৪ । এই আইনের অধীন নিবন্ধনের তারিখে কোম্পানীর যে সকল স্থাবর নিবন্ধনের ফলে ও অস্থাবর সম্পত্তি, স্বার্থ, অধিকার দায়-দায়িত্ব ও বাধ্যবাধকতা, আদায়যোগ্য ন্যস্ততকরণ দাবী এবং অন্য সকল সম্পদ উক্ত কোম্পানীতে অপিত ছিল ঐগুলির সবই এই আইনের অধীনে নিগমিত উক্ত কোম্পানীতে অপিত বা হস্তান্তরিত হইয়াছে বলিয়া গণ্য করিতে হইবে। ৩৬৫। এই খণ্ডের বিধান অনুযায়ী কোন কোম্পানীর নিবন্ধনের পূর্বে উহার বিদ্যমান অধিকার ও ১ কোন অধিকার বা দায়-দায়িত্ব, যে কোনভাবেই উহাদের উৎপত্তি হইয়া থাকুক ""১ না কেন, উক্ত নিবন্ধনের ফলে ড্রান্ন হইবে না। ് ৩৬৬। এই খণ্ডের বিধান অনুযায়ী কোন কোম্পানীর নিবন্ধনের সময় যদি বিদ্যমান মামলাসমূহ কোন মামলা ও অন্যান্য আইনগত কার্যধারা কোম্পানীর দ্বারা বা উহার বিরুদ্ধে । থাকিবে বা উহার কোন কর্মকর্তার বা সদস্যের দ্বারা বা বিরমুদ্ধে নিম্পন্নাধীন থাকে, তাহা । হইলে ঐগুলি ঠিক সেইভাবেই অব্যাহত থাকিবে, যেন কোম্পানীটি এই খণ্ডের অধীনে নিবন্ধিকৃত করা হয় নাই; কিন্তু এই সমস্ত মামলা বা আইনগত কার্যধারায় প্রাপ্ত কোন ডিক্রি বা আদেশ কোম্পানীর কোন সদস্যের মালপত্রের এককভাবে কার্যকরী হইবে না, তবে যদি কোম্পানীর সম্পদ এইরূপ ডিক্রি বা আদেশ অনুসারে পূরণীয় দাবী মিটাইতে অপর্যাপ্ত হয়, তাহা হইলে কোম্পানী অবলুপ্তির আদেশের জন্য আবেদন করা যাইবে। S. o - এই আইনের অধীনে ৩৬৭। এই খণ্ডের বিধান অনুযায়ী নেপেনী নির্তি হইল : (ক) কোম্পানী গঠনকারী বা উহার গঠন নিয়ন্ত্রণকারী সংসদ প্রণীত কোন আইন অথবা উহার গঠন বা নিয়ন্ত্রণের বন্দোবস্ত্রকার কোন দলিলে অথবা, গ্যারান্টি দ্বারা সীমিতদায় কোম্পানী হিসাবে নিবন্ধিকৃত কোন কোম্পানীর ড়েীত্রে, গ্যারান্টির পরিমাণ ঘোষণা করিয়া যে সিদ্ধান্ত গৃহীত হয় সেই সিদ্ধান্ত্মে অথবা শরীকানা চুক্তিতে অথবা অন্য দলিলে, বিধৃত সকল শর্ত ও বিধান সেই একইভাবে এবং একই ফলাফলসহ উক্ত কোম্পানীর শর্ত ও বিধান বলিয়া গণ্য হইবে, যেন N (অ) কোম্পানীটি এই আইনের অধীনে গঠিত হইয়াছে এবং সেই কারণে উহার সংঘস্মারকে ঐ সব বিধান ও শর্তের যতটুকু -* একটি সংঘস্মারক নিবন্ধিকৃত হইয়াছে; এবং e$ (আ) এই সবের বাকী বিধান ও শর্ত এই আইন অনুসারে উহার একটি নিবন্ধিকৃত সংঘবিধিতে অন্তর্ভুক্ত হইয়াছে। (খ) এই আইনের সকল বিধান উক্ত কোম্পানী ও উহার সকল প্রদায়ক এবং পাওনাদারের উপর সমভাবে সকল ড়োত্রে প্রযোজ্য হইবে, যেন