○あbr কোম্পানী আইন, ১৯৯৪ (গ) কোম্পানীর নাম এবং যে দেশে উহা নিগমিত হইয়াছে উহার নাম কোম্পানীর সকল বিলের শিরোনামে, চিঠিপত্রে, সকল নোটিশে ও অন্যান্য দাপ্তরিক প্রকাশনায় সহজ পাঠ্য বাংলা অথবা ইংরেজী হরফে উলেস্নখ করিবে; এবং (ঘ) উক্ত কোম্পানীর সদস্যদের দায়-দায়িত্ব সীমিত হইলে তৎসংক্রান্ত (১) প্রত্যেক প্রসপেক্টাসে, সকল বিলের শিরোনামের, চিঠিপত্রে, নোটিশে বিজ্ঞাপনে এবং কোম্পানীর অন্যান্য সকল প্রকাশনায় সহজ পাঠ্য বাংলা অথবা ইংরেজী হরফে উলেস্নখ করিবে। o ്യ് o o (২) বাংলাদেশে যে যে কার্যালয়ে বা অবস্থানের উহার কার্যাবলী পরিচালিত হয় সেই প্রত্যেকটি কার্যালয় বা অবস্থানের সম্মুখস্থ প্রকাশ্য স্থানে সহজ পাঠ্য বসবাইজে নেশনকেলি। o বিদেশী কোম্পানীর ৩৮২। কোন বিদেশী কোম্পানীর উপর কোন পরোয়ানা, নোটিশ বা অন্য সু"ি কোন দলিল জারী করতে হইলে ৩৭৯১)(খ) ধারায় উলেল্লখিত ব্যক্তির -> ঠিকানায় দিলে অথবা তাহার যে ঠিকানা উক্ত ধারা মোতাবেক রেজিষ্ট্রারকে প্রদান করা হইয়াছে সেই ঠিকানায় রাখিয়া আসিলে কিংবা ডাকযোগে তথায় পাঠাইলে উহা যথাযথভাবে জারী করা হইয়াছে বলিয়া গণ্য হইবে: তবে শর্ত থাকে যদি ” -`) (ক) এইরূপ কোন কোম্পানী উক্ত ধারার বিধান অনুসারে কোন ব্যক্তির নাম ও ঠিকানা রেজিষ্ট্রারের নিকট দাখিল করিতে ব্যর্থ হয়, অথবা oà * তেন্ত্রের মত সেন্স বালি নাম ও না কি কা s হইয়াছে তাহারা সকলে মৃত্যুবরণ করেন বা উক্ত ঠিকানায় তাহারা ... O বসবাস না করেন কিংবা কোম্পানীর প্রতি জারীকৃত বা প্রেরিত কোন o নোটিশ বা অন্যবিধ দলিল কোম্পানীর পড়ে তাহারা সকলেই গ্রহণ o So করিতে অস্বীকার করেন অথবা অন্য কোন কারণে ঐগুলি জারী বা N প্রেরণ করা না হয়, o তাহা হইলে উক্ত নোটিশ বা দলিল বাংলাদেশে কোম্পানীর প্রতিষ্ঠিত যে কোন NS কর্মস্থলে বা ব্যবসাস্থলে রাখিয়া আসিয়া কিংবা ডাকযোগে তথায় প্রেরণ করিয়া UN কোম্পানীর উপর ঐগুলি জারী করা যাইবে । N. কোন কোম্পানীর ৩৮৩। যদি বাংলাদেশে কোন বিদেশী কোম্পানীর আর কোন ব্যবসাস্থল বা ལཱ་ཀྱཱ་ལྷག་ཝ་ཤ་ཥ་ কর্মস্থল না থাকে, তাহা হইলে উক্ত কোম্পানী তৎসম্পর্কে রেজিষ্ট্রারকে অবিলম্বে নোটিশ প্রদান করিবে এবং যে তারিখে এইরূপ নোটিশ প্রদান করা হয় সেই কোম্পানীর বাধ্যবাধকতা রহিয়াছে, উহার সেই বাধ্যবাধকতা আর থাকিবে না। NONবিজ্ঞপ্তি। ് No
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৪০২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।