কোম্পানী আইন, ১৯৯৪ Vల్సిఫి ৩৮৪ । যদি কোন কোম্পানী এই খণ্ডের কোন বিধান পালন করিতে ব্যর্থ দণ্ড হয়, তাহা হইলে উক্ত কোম্পানী অনধিক পাচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবে এবং উক্ত ব্যর্থতা অব্যাহত থাকার ড়েগত্রে ব্যর্থতার প্রথমদিনের পর টাকা অতিরিক্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হইবে; এবং উহার প্রত্যেক কর্মকর্তা অথবা NONপ্রতিনিধি, যিনি জ্ঞাতসারে ও ইচ্ছাকৃতভাবে উক্ত ব্যর্থতার জন্য দায়ী তিনিও, ് একই দণ্ডে দণ্ডনীয় হইবেন। so ৩৮৫। কোন বিদেশী কোম্পানী কর্তৃক এই খণ্ডের কোন বিধান পালনে ಘೀ অথবা তজ্জন্য কোম্পানীর বিরম্নদ্ধে যে মামলা হইতে পারে উহার দায়-দায়িত্ব ডু দায়-অঞ্জ গুগ্ল হইবে না; কিন্তু কোম্পানী যতগণ এই খণ্ডের বিধানাবলী পালন না করবে ত্ৰ ততড়গণ পর্যন্ত উক্ত কোম্পানী কোন মামলা দায়ের, কোন পাল্টা দাবী । (counter claim) উত্থাপন, এবং তজ্জনিত প্রতিকার দাবী অথবা, অনুরূপ কোন চুক্তি, কারবার বা লেনদেনের ব্যাপারে কোন আইনানুগ কার্যধারা রমজু করার অধিকারী হইবে না। SS No ৩৮৬। এই খণ্ডের বিধান অনুযায়ী দাখিল করা আবশ্যক হয় এইরূপ যে এই খণ্ডের অধীন ফিস প্রদান করিবে। o ৩৮৭। এই খণ্ডে বিধৃত পূর্ববর্তী বিধানসমূহের উদেশ্য পূরণকল্পে,- ব্যাখ্যা (ক) “পরিচালক” অর্থ পরিচালকের পদে অধিষ্ঠিত যে কোন ব্যক্তি, তিনি যে নামেই অভিহিত ইউন - o (খ) “প্রসপেক্টস" শব্দটি এই আইনের অধীনে নিগমত কোম্পানীর ড়োত্রে যে অর্থ বহন করে সেই একই অর্থ বহন করিবে; (*) “ব্যবসাস্থল’ বা “কর্মস্থল” বলিতে শেয়ার হস্তান্তর অথবা শেয়ার (ঘ) “সচিব” অর্থ সচিবের পদে অধিষ্ঠিত যে কোন ব্যক্তি, তিনি যে নামেই \~ অভিহিত হউন, এবং S. o (8) “প্রত্যায়িত” অর্থ একটি প্রকৃত (true) অনুলিপি কিংবা শুদ্ধ অনুবাদ - \\ বলিয়া নির্ধারিত পদ্ধতিতে প্রত্যায়িত। O শেয়ার বিক্রয় বা CŞ eeS BB BBBBBB BBBB BB BB BBS kkkkS যথা:– উপর বাধা-নিষেধ (ক) ইতিপূর্বে গঠিত কোন বিদেশী কোম্পানী বাংলাদেশে ব্যবসাস্থল বা কর্মস্থল প্রতিষ্ঠা করিয়া থাকুক বা না থাকুক অথবা কোম্পানী গঠিত
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৪০৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।