কোম্পানী আইন, ১৯৯৪ 8○> প্রস্তাব করে যে, উক্ত কোম্পানী যদি এই আইনে সংজ্ঞায়িত অর্থে একটি কোম্পানী হইত, তবে ১৪২ ধারার বিধান অনুসারে উক্ত দলিল প্রসপেক্টাস বলিয়া গণ্য করা যাইত, সেইড্ৰেগত্রে উক্ত দলিল এই ধারা অনুযায়ী কোম্পানী কর্তৃক ইসুকৃত প্রসপেক্টাস বলিয়া গণ্য হইবে। (৪) যদি কোন ব্যক্তি মুখ্য ব্যক্তি (principal) হিসাবে বা কাহারও প্রতিনিধি হিসাবে যেভাবেই হউক, তাহার সাধারণ ব্যবসা বা উহার অংশ হিসাবে শেয়ার বা ডিবেঞ্চার ক্রয়-বিক্রয় করেন এবং তাহার নিকট যদি কোন শেয়ার বা ডিবেঞ্চারে চাঁদাদান বা বিক্রয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়, তাহা হইলে সেই প্রস্তাব এই ধারা অনুযায়ী জনসাধারণের নিকট প্রস্তাব বলিয়া গণ্য হইবে না । sò o (৫) যদি কোন ব্যক্তি তাহার জ্ঞাতসারে এমন কোন প্রসপেক্টাস ইসু্য, প্রচার - বা বিতরণ করেন বা কোন শেয়ার বা ডিবেঞ্চার এর জন্য আবেদনপত্রের ছক ইসু্য করার জন্য দায়ী হন যে, উক্ত ইসু্যকরণ, প্রচার বা বিতরণের দ্বারা এই ধারার বিধান লংঘিত হয়, তাহা হইলে তিনি অনধিক দশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন। So o© (৬) "প্রসপেক্টস","শেয়ার" এবং "ডিবেঞ্চার" শব্দগুলি এই আইন অনুযায়ী নিগমিত কোন কোম্পানীর ড়েগত্রে যখন যে অর্থে ব্যবহৃত হয়, উহারা এই ধারায় এবং ৩৮৯ ধারাতেও সেই একই অর্থবল রি। ৩৮৯। (১) এই খণ্ডের বিধান आशब्द जना, ৩৮৮(১) ধারার (ক) দফার (আ) ও (ই) উপ-দফার বিধান পানছড়াও প্রসপেক্টসে অবশ্যই or (ক) নিম্নবর্ণিত বিষয়াদি সম্পর্কিত বিবরণ থাকিতে হইবে; যথা o হইবে (অ) কোম্পানীর উদ্দেশ্যবলী; o - ༤ (ཙ) কোম্পানী গঠনকারী বা উহার গঠন নির্দিষ্টকারী দলিল; ആ അ যে আইন বা আইনের মতই কার্যকর যে বিধানাবলীর অধীনে o কোম্পানী নিগমিত হইয়াছে সেই আইন বা বিধানাবলী; N - S (ঈ) বাংলাদেশে একটি ঠিকানা, যেখানে উপরোক্ত দলিল, আইন অথবা o বিধানাবলী, অথবা ঐগুলির সবগুলির অনুবাদ, এবং যদি এগুলি ost ইংরেজী ব্যতীত অন্য কোন বিদেশী ভাষায় প্রণীত থাকে তবে বাংলা বা ইংরেজী ভাষায় নির্ধারিত পদ্ধতিতে প্রত্যায়িত অনুবাদ পরিদর্শন করা যাইবে; (উ) যে তারিখে ও যে দেশে কোম্পানী নিগমিত হইয়াছে সেই তারিখ প্রসপেক্টাসের ড়েগত্রে পালনীয় বিষয়
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৪০৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।