পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৪০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোম্পানী আইন, ১৯৯৪ 8○○ (উ) কোম্পানী বাংলাদেশে কোন ব্যবসাস্থল বা কর্মস্থল প্রতিষ্ঠা করিয়াছে কি-না এবং যদি করিয়া থাকে তবে বাংলাদেশে উহার প্রধান কার্যালয়ের ঠিকানা: তবে শর্ত থাকে যে, কোম্পানীটি যে তারিখে উহার ব্যবসা বা কার্যাবলী আরম্ভের অধিকার লাভ করে সেই তারিখ হইতে দুই বৎসরের বেশী 。 সময় পরে যদি প্রপেক্টস ইস্ম করা হয়, তবে এই দফার (অ) (জ)২ ও (ই) উপ-দফার বিধান প্রযোজ্য হইবে না; No (খ) এই ধারার বিধান সাপেড়ো, ১৩৫ ধারার (১) উপ-ধারায় ििन्त्रि বিষয়াদির বর্ণনা এবং উক্ত ধারায় বিনির্দিষ্ট প্রতিবেদনসমূহ সন্নিবেশিত করিতে হইবে : >" & তবে শর্ত থাকে যে,- s (অ) কোন প্রসপেক্টস সংবাদপত্রে বিজ্ঞাপন আকারে প্রকাশ করার ড়ে গত্রে, যদি সেই বিজ্ঞাপনটিতে কোম্পানী গঠনের প্রাথমিক উদ্দেশ্য উলেস্নখ করা হয়, তাহা হইলেই প্রসপেক্টাসে কোম্পানীর উদ্দেশ্যোবলীর বাধ্যতামূলক উলেমুখের যে যে বিধান আছে তাহা পর্যাপ্তরূপে পালিত হইয়াছে বলিয়া বিবেচিত হইবে; এবং Q Q' (আ) ধারা ১৩৫ এর বিধান অনুসারে কোন ড়োত্রে কোম্পানীর সংঘবিধির উলেস্নখ থাকিলে সেড়োত্রে কোম্পানীর গঠন নিয়ন্ত্রণকারী বা বর্ণনাকারী দলিল উলেস্নখিত হইয়াছে বলিয়া গণ্য হইবে। ༢ དང་། དེའི་ (২) যদি কোম্পানীর কোন শেয়ার বা ডিবেঞ্চার এর আবেদনকারীর উপর এমন শর্ত আরোপ করা হয় যে, উক্ত শর্ত গ্রহণের ফলে so এই ধারার কোন বিধান পালনের ব্যাপারে ছাড় দেওয়া হইবে, অথবা ള് (খ) প্রসপেক্টাসে নির্দিষ্টভাবে উলিস্নখিত নাই এমন কোন চুক্তি, দলিল বা S অন্য বিষয়ের নোটিশ তাহাকে দেওয়া হইয়াছে বলিয়া বিবেচনা করা s যাইবে, o তাহা হইলে উক্ত শর্ত ফলবিহীন হইবে। - S (৩) এই ধারার কোন বিধান পালন না করার জন্য বা উহা লংঘন করার -so জন্য, প্রসপেক্টসের দায়িত্বে নিয়োজিত কোন পরিচালক অথবা অন্য কোন ব্যক্তি দায়ী হইবেন না, যদি (ক) অপ্রকাশিত বিষয়ের ড়োত্রে, তিনি প্রমাণ করেন যে, তৎসম্পর্কে তিনি অবহিত ছিলেন না; অথবা