পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৪০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোম্পানী আইন, ১৯৯৪ 8ථGෆ নোটিশ ইত্যাদি ড়েগত্রে প্রযোজ্য বিধান অপরাধ আমলে লওয়া (Cognizance) ৩৯২। (১) বাংলাদেশের বাহিরে নিগমিত তবে বাংলাদেশে একটি প্রতিষ্ঠিত ব্যবসাস্থল বা কার্যস্থল রহিয়াছে। এইরূপ সকল কোম্পানীর ড়েগত্রে ১৬৯ এবং ১৭০ ধারার বিধান, প্রয়োজনীয় পরিবর্তনসহ প্রযোজ্য হইবে। (২) উক্ত কোম্পানী বাংলাদেশে পরিচালিত উহার ব্যবসা বা কার্যাবলীর ব্যাপারে, উহার গৃহীত ও ব্যয়িত সকল অর্থ, ক্রয়-বিক্রয়, পরিসম্পদ ও দায়দেনা সম্পর্কিত প্রয়োজনীয় হিসাব বহি, ১৮১ ধারার বিধান অনুসারে যতটুকু প্রযোজ্য হয়, বাংলাদেশে অবস্থিত উহার প্রধান ব্যবসাস্থল বা কর্মস্থলে বৃঙ্গণ করিবে । ് একাদশ খণ্ড o সম্পূরক বিধানাবলী o আইনগত কার্যধারা, অপরাধ ইত্যাদি o o - ৩৯৩। (১) প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট অপেঙ্গা নিম্নতর কোন আদালত এই আইনের অধীন কোন অপরাধ আমলে লইতে পারিবেন না। eS` (S) Code of Criminal Procedure, 1898 (Act V of 1898) & যাহা কিছু থাকুক না কেন- ০১ ost (ক) এই আইনের অধীন প্রত্যেকটি অপরাধ উক্ত Code এর উদ্দেশ্য পূরণকল্পে অ-আমলযোগ্য (non-cognizable) অপরাধ বলিয়া গণ্য হইবে; - (খ) যেড়োত্রে অভিযোগকারী রেজিষ্ট্রার স্বয়ং, সেড়োত্রে সংশিল্পষ্ট অপরাধ - আমলে লওয়া বা উহার বিচারনুষ্ঠানের জন্য সংশিল্পষ্ট আদালতে Q- রেজিষ্ট্রারের ব্যক্তিগত উপস্থিতির প্রয়োজন হইবে না, যদি না উহার so কারণ লিপিবদ্ধ করিয়া তাহাকে ব্যক্তিগতভাবে উপস্থিত হওয়ার জন্য so উক্ত আদালত নির্দেশ দেয়। o অনন্তরে - ৩৯৪ । এই আইন অনুসারে অর্থদণ্ড আরোপকারী আদালত এই মর্মে নির্দেশ প্রয়ােগ ও দিতে পারবে যে, অর্থদণ্ডলব্ধ অর্থের সম্পূর্ণ বা উহার অংশ মামলার খরচ ` ৩৯৫ । যেড়েগত্রে কোন মামলা বা অন্য কোন আইনগত কার্যধারায় কোন ಛಿ। সীমিতদায় কোম্পানী বাদী বা আবেদনকারী হয়, সেড়োত্রে যদি উক্ত মামলা বা দেওয়ার নির্দেশদানের কার্যধারার বিষয়ে এখতিয়ার সম্পন্ন আদালতের নিকট ইহা প্রতীয়মান হয় যে,