পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৪১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোম্পানী আইন, ১৯৯৪ 8XX তফসিল-১ (ধারা ২, ১৭, ১৮, ৮৬, ৩৬৭ দ্রষ্টব্য) শেয়ার দ্বারা সীমিতদায় কোম্পানীর ব্যবস্থাপনা সংক্রান্ত প্রবিধানসমূহ & ১। প্রসংগের প্রয়োজনে ভিন্নরূপ না হইলে, এই প্রবিধানসমূহে- * (ক) কোম্পানী আইন, ১৯৯৪ এ কোন অভিব্যক্তি যে অর্থে ব্যবহৃত হইয়াছে ് উক্ত অভিব্যক্তি সেই অর্থ বহন করিবে; o (*) একবচনে অর্থ প্রকাশকর শব্দসমূহ উহাদের বহুবচনকে অন্তর্ভুক্তং করিবে এবং অনুরূপভাবে বহুবচনে অর্থ প্রকাশকারী শব্দসমূহ উহাদেরএকবচনকেও অন্তর্ভুক্ত করিবে; o (গ) পুরুষবাচক শব্দসমূহ উহাদের স্ত্রীবাচক শব্দসমূহকে অন্তর্ভুক্ত করবে:

(ঘ) ব্যক্তি বলিতে নিগমিত সংস্থাও অন্তর্ভুক্ত হইবে। so কার্যাদি ര് &. o ২। পরিচালকগণ, কোম্পানীর কার্যারম্ভের ড়োত্রে, কোম্পানী আইন, ১৯৯৪ এর ১৫০ ধারা কর্তৃক আরোপিত বাধা-নিষেধ ততদুর মানিয়া চলিবেন যতদুর く ཨ་ཕ་ཨ་ཨང་ཀི། ཁྱེད་ལ་ཤ་ཨ་བྷ་ཡཱ་ཁ་ཤྭགས་ངེས་ ༤ ཀ་ལ། ། ৩। কোম্পানীর সংঘৰ্ম্মারকে কোন বিধান থাকিলে তাহা সাপেড়ো, এবং থাকিলে তাহা ভূগ্নে না করিয়া, কোন কোম্পানী বিশেষ সিদ্ধান্ত দ্বারা সময় সময় যেরূপ নির্ধারণ করিবে সেরূপে - No - ് অগ্রাধিকার (preference) শেয়ার, বিলম্বিত (deferred) শেয়ার বা -- § অন্যান্য বিশেষ অধিকার সম্পন্ন শেয়ার ইসু করিতে পরিবে: - eS (খ) লভ্যাংশ, ভোটদান, শেয়ার-মুলধন ফেরত বা অন্য কোন বিষয়ে বাধাsò নিষেধ আরোপ করিতে পারিবে; G (গ) অগ্রাধিকার শেয়ার এই শর্তে ইসু করিতে পরিবে যে, ইহা পুনরুদ্ধার করা হইবে অথবা কোম্পানীর ইচ্ছানুযায়ী (at the option) তাহা পুনরুদ্ধারযোগ্য হইবে।