-് 8>br কোম্পানী আইন, ১৯৯৪ (৪) পরিচালকগণ এই প্রবিধানের বিধান অনুযায়ী কোন শেয়ার হস্তান্তার নিবন্ধনের আবেদন প্রত্যাখ্যান করিলে বা উহাকে স্বীকৃতিদান না করিলে হস্তান্তারকারী ও হস্তান্তারগ্রহীতাকে নোটিশ দ্বারা অবহিত করিবেন। ২১। কোন শেয়ারের একক ধারকের মৃত্যু ঘটিলে উক্ত শেয়ারহোল্ডারের o নির্বাহক বা প্রশাসক, এবং দুই বা ততোধিক ধারক থাকিলে এবং তাহাদের èst কাহারও মৃত্যু ঘটিলে, অন্যান্য ধারক বা মৃত ব্যক্তির নির্বাহক বা প্রশাসক উক্ত * শেয়ারের একমাত্র স্বত্ববান ব্যক্তি বলিয়া কোম্পানী কর্তৃক স্বীকৃত হইবেন। Q ২২। (১) কোন শেয়ারহোল্ডারের মৃত্যু, বা দেউলিয়াতৃ না ঘটিলে, তিনি । o u S দেউলিয়াত্বের ফলে, কোন ব্যক্তি উক্ত শেয়ারের স্বত্ববান হইলে এবং ২ ব্যক্তি মূল শেয়ারহোল্ডারদের ন্যায় সেই একইরূপে উক্ত শেয়ারের জন্য একজন সদস্য হিসাবে নিবন্ধিকৃত হওয়ার কিংবা উক্ত শেয়ার হস্তান্তর করার অধিকারী হইবেন। SS No (২) উপ-প্রবিধান (১) এ যাহা কিছুই থাকুক না কেন, উক্ত হস্তান্তারকে স্বীকৃতিদান না করা বা উহার নিবন্ধন প্রত্যাখ্যান বা স্থগিত রাখার ড়েগত্রে পরিচালকগণ প্রবিধান ২০ অনুসারে সেই একই অধিকার প্রয়োগ করিতে পরিবেন। যে অধিকার উক্ত মূল শেয়ারহােল্ডারের মৃত্যু বা দেউলিয়ত্বের পূর্বে উক্ত শেয়ার ~ ২৩। কোন শেয়ারহােল্ডারের মৃত্যু বা দেউলিয়ত্বের কারণে কোন ব্যক্তি শেয়ারহোল্ডার হইলে তাহার নাম সদস্য হিসাবে নিবন্ধিকৃত না হওয়া পর্যন্তা, কোম্পানীর সভা সংক্রান্ত ব্যাপারে, উক্ত শেয়ারের ধারক সদস্য হিসাবে কোন অধিকার প্রয়োগ ব্যতিত, তিনি উক্ত শেয়ারের লভ্যাংশ এবং অন্যান্য সুবিধা লাভের অধিকার হইবেন। ২৪। কোন সদস্য তলবী শেয়ারের মূল্য বা উহার কিস্তিতা এতদুদ্দেশ্যে ধার্যকৃত দিনে পরিশোধ করিতে ব্যর্থ হইলে, উক্ত দিনের পর যে কোন সময়ে, পরিচালকগণ উক্ত অপরিশোধিত মূল্য বা উহার কিস্তিতার অংশবিশেষ সুদসহ পরিশোধ করিবার জন্য তাহাকে নােটিশের মাধ্যমে নির্দেশ দিতে পরিবেন। ২৫। নোটিশের দ্বারা ধার্যকৃত তারিখে অথবা তদপূর্বে তলবকৃত মূল্য পরিশোধ করা না হইলে শেয়ারটি যে বাজেয়াপ্তিযোগ্য হইবে তাহাও উক্ত নোটিশে উলেস্নখ করিতে হইবে এবং বাজেয়াপ্তির উদ্দেশ্যে অপর একটি তারিখ ধার্য করিয়া
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৪২২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।