8২২ কোম্পানী আইন, ১৯৯৪ (২) উক্ত ওয়ারেন্ট ইসু্য করা হইলে উহাতে উলেস্নখ করিতে হইবে যে, অত্র ওয়ারেন্টধারীকে উহাতে উলেস্নখিত শেয়ার বাবদ কোন লভ্যাংশ বা অন্যবিধ অর্ধ কুপনের মাধ্যমে বা অন্যভাবে পরিশোধের ব্যবস্থা করা যাইবে। ৩৬। শেয়ার ওয়ারেন্টধারী ওয়ারেন্টে উলিস্নখিত শেয়ারের অধিকারী হইবেন NQএবং শেয়ার অর্পণের (delivery) দ্বারা সংশিল্পষ্ট শেয়ার হস্তান্তর করা যাইবে তে এবং তৎড়েগত্রে কোম্পানীর শেয়ার হস্তান্তার বা अडखेतै (transmission) সংক্রান্ত প্রবিধানসমূহ প্রযোজ্য হইবে না। © • “ ಕಣ್ಣೆ ಈ ಆರು ಗೌಣ:: নিকট সমপর্ণক্রমে (surrender) এবং পরিচালকগণ কর্তৃক নির্ধারিত অর্থ পরিশোধক্রমে উক্ত ওয়ারেন্টে অন্তর্ভুক্ত শেয়ারের ব্যাপারে তাহার নাম সদস্য বহিতে সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করাইবার অধিকারী েৈবন। ്. ৩৮। শেয়ার ওয়ারেন্টধারী যে কোন সময়ে তাহার ওয়ারেন্ট কোম্পানীর অফিসে জমা দিতে পারিবেন, এবং যতদিন উহা এইরূপে জমা থাকিবে ততদিন, সভা আহানের রিকুইজিশনে স্বাঙ্গর করা এবং সভায় যোগদান, ভোটদান ও সদস্য হিসাবে অন্যান্য সুবিধ ভোগের ড়োত্রে এইরূপ অধিকার হইবেন যেন জমা দেওয়া ওয়ারেন্টে অন্তর্ভুক্ত শেয়ারের শেয়ারহােল্ডার হিসাবে তাহার নাম সদস্য বহিতে লিপিবদ্ধ হইয়াছে, তবে কোম্পানী একাধিক ব্যক্তিকে শেয়ার ওয়ারেন্ট জমাদানকারী হিসাবে স্বীকৃতি প্রদান করিবে না এবং দুই দিনের লিখিত নোটিশ পাইলে জমাদানকারীকে তাহার শেয়ার ওয়ারেন্ট ফেরৎ দিবে। ৩৯। এই তফসিলের অন্যান্য বিধান সাপেড়েগ কোন শেয়ার ওয়ারেন্টধারী কোম্পানীর কোন সভা আহবানের রিকুইজিশনে স্বাড়গর করিবেন না অথবা কোম্পানীর কোন সভায় যোগদান বা ভোটদান বা সদস্য হিসাবে কোন সুবিধা গ্রহণ করবেন না অথবা কোম্পানীর কোন নোটিশ পাইবার অধিকারী হইবেন না, তবে কোন শেয়ার ওয়ারেন্টধারী অন্যান্য ড়োলে সেই একই বিশেষ সুবিধাদি ও *N সুযোগ লাভের অধিকারী হইবেন যেন ওয়ারেন্টে অন্তর্ভুক্ত শেয়ারের Q শেয়ারহোল্ডার হিসাবে সদস্য বহিতে সদস্য হিসাবে তাহার নাম লিপিবদ্ধ আছে § এবং তিনি কোম্পানীর একজন সদস্য। \\ ৪০। পরিচালকগণ সময়ে সময়ে উপযুক্ত মনে করিলে বিকৃত, হারানো বা -so নষ্ট বা ধ্বংসপ্রাপ্ত শেয়ার ওয়ারেন্ট বা কুপন নবায়নকল্পে নতুন শেয়ার ওয়ারেন্ট বা কুপন ইসু্য করার ব্যাপারে প্রযোজ্য শর্তাবলী নির্ধারণের জন্য বিধান করিতে পারিবেন।
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৪২৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।