পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৪৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোম্পানী আইন, ১৯৯৪ 8\రి( পরিচালকগণের কার্যবিবরণী ৮৮। পরিচালকগণ যেরূপে উপযুক্ত মনে করেন সেইরূপে একত্রে কার্যনির্বাহ করার জন্য সভায় মিলিত হইতে, সভা মূলতবী করিতে এবং অন্যভাবে তাহাদের সভা নিয়ন্ত্ৰণ করিতে পারেন। কোন সভায় কোন প্রশ্ন উত্থাপিত হইলে বিষয়টি সংখ্যাধিক্যের ভোটে নিরূপিত হইবে; এবং বিষয়টির পড়েগ বা বিপড়েগ ভোটের সংখ্যা সমান হইলে চেয়ারম্যানের একটি দ্বিতীয় বা নির্ণায়ক ভোট থাকিবে। কোন-১ পরিচালক যে কোন সময় পরিচালকগণের সভা আহবান করিতে পারবেন এবং কোন পরিচালক এতদুদ্দেশ্যে কোন ফরমায়েস দিলে সচিব অবশ্যই সভা আহবান করিবেন। O <foo ৮৯। পরিচালকগণের কার্য সম্পাদনের জন্য প্রয়োজনীয় কোরাম সংখ্যা পরিচালকগণ কর্তৃক নির্ধারিত হইবে এবং যদি এইরূপ নির্ধারিত না থাকে তাহা ফুলন্সেপেরিচালকের সথে তিন কি হলঙ্গেলকো সবাে হইবে তিন | ം് ৯০। পরিচালক পরিষদে কোন পদ শূন্য থাকা সত্ত্বেও, পদে বহাল আছেন এমন অন্যান্য পরিচালকগণ কার্য সম্পাদন করিতে পারবেন; কিন্তু যদি এবং যে পর্যন্ত তাহদের সংখ্যা কোম্পানীর দ্বারা প্রণীত বিধান দ্বারা বা উক্ত বিধান অনুসারে পরিচালকগণের কোরাম হিসাবে নির্ধারিত সংখ্যা অপেড়া কম থাকে সে ড়েগত্রে এবং সে পর্যন্ত পদে বহাল পরিচালকগণ উক্ত সংখা পর্যন্তা পরিচালকগণের সংখ্যা বৃদ্ধির উদ্দেশ্যে অথবা কোম্পানীর সাধারণ সভা আহ্বান করিবার উদ্দেশ্যে কাজ চালাইতে পারিবেন, এতদব্যতীত অন্য কোন উদ্দেশ্যের জন্য নয় । o, o ৯১। চেয়ারম্যানের কার্যকাল কতদিন হইবে তাহা পরিচালকগণ স্থির করিবেন। *S*. o ৯২। পরিচালকগণ তাহাদের যে কোন ড়গমতা তাহাদের বিবেচনা মতে N তাহাদের মধ্য হইতে এক বা একাধিক সদস্য সমন্বয়ে গঠিত কোন কমিটির উপর Q অর্পণ করিতে পারিবেন: এইরূপে গঠিত যে কোন কমিটি উক্ত অপিত ড়ঙ্গমতা প্রয়োগের ড়েগত্রে পরিচালকগণ কর্তৃক তাহাদের উপর আরোপিত যে কোন শর্ত ও མིང་། ། o বিধান মানিয়া চলিবে । \\ -് ৯৩। কমিটি উহার সভার জন্য একজন চেয়ারম্যান নির্বাচিত করিতে পারিবে: যদি এইরূপ কোন চেয়ারম্যান নির্বাচিত না হন অথবা যদি কোন সভায় সভা অনুষ্ঠানের নির্ধারিত সময়ের পর ত্রিশ মিনিটের মধ্যে চেয়ারম্যান উপস্থিত না হন, তাহা হইলে উপস্থিত সদস্যগণ তাহাদের মধ্য হইতে একজনকে চেয়ারম্যান নির্বাচিত করিতে পারিবেন। NQ- - ്