পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৪৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোম্পানী আইন, ১৯৯৪ 8&N ১১। যে ড়েগত্রে কোন শেয়ার বা ডিবেঞ্চারের ইসু্য অবলিখিত (Underwritten) হয় সেড়েগত্রে অবলিখনকারীগণের নাম এবং তাঁহাদের দায়দায়িত্ব নিস্পত্তির লড়েগ্য তাহাদের যে সম্পদ রহিয়াছে উহার পরিমান পর্যাপ্ত বলিয়া পরিচালকগণের মতামত । ১২। (১) উপ-প্রবিধান (২) অনুসারে যে সম্পত্তির ড়েগত্রে এই প্রবিধান N. (ক) বিক্রেতাগণের নাম, ঠিকানা, পরিচয় এবং পেশা: © (খ) বিক্রেতাগণকে যে পরিমাণ অর্থ নগদে, শেয়ারে বা ডিবেঞ্চারে প্রদান করিতে হইবে তাহা এবং যেড়োত্রে একাধিক বিক্রেতা রহিয়াছেন অথবা যেড়োত্রে কোম্পানী একজন উপক্রেতা (Sub-purchaser) সেড়োত্রে প্রত্যেক বিক্রেতাকে অনুরূপ প্রদেয় অর্থ এবং সুনাম (যদি থাকে) এর জন্য প্রদত্ত বা প্রদেয় অর্থের পৃথক পৃথক উল্লেখ: (গ) কোম্পানী কর্তৃক অর্জিত বা অর্জিতব্য হইলে উক্ত সম্পত্তির উপর কোম্পানীর স্বত্ব বা স্বার্থের ধরণ; -- (ঘ) পূর্ববর্তী দুই বৎসরের মধ্যে সম্পত্তি সম্পর্কিত ঐসব লেনদেনের সংড়িাপ্ত বিবরণ, যেগুলিতে কোম্পানীর নিকট বিক্রেতা হিসাবে বা অন্য কোনভাবে কোম্পানীর - কোন উদোক্তা অথবা পরিচালক অথবা প্রস্তাবিত পরিচালক জড়িত আছেন বা উক্ত লেনদেনের সময় জড়িত ছিলেন, এবং লেনদেনে তাহা প্রত্যড়া বা পরোড়া কোন স্বার্থ থাকিলে, লেনদেনের তারিখ এবং অনুরূপ উদ্যোক্তা, পরিচালক বা প্রস্তাবিত পরিচালকের নাম উলেস্নখপূর্বক উক্ত বিক্রেতা, উদ্যোক্তা, পরিচালক বা প্রস্তাবিত পরিচালক কর্তৃক বা তাহদের নিকট উক্ত লেনদেনের জন্য ৯ প্রয়ে অর্ধ্বেপরমাণ। -, (২) যেসব সম্পত্তির ড়েগত্রে এই প্রবিধান প্রযোজ্য হইবে সেইগুলি হইতেছে এমন সম্পত্তি যেগুলি কোম্পানী ক্রয় বা অন্যভাবে অর্জন করিয়াছে অথবা উহা --ত্রয় বা অর্জনের প্রস্তাব করিয়াছে এবং উক্ত সম্পত্তির মূল্য সম্পূর্ণ বা ং আংশিকভাবে প্রসপেক্টস দ্বারা প্রস্তাবিত শেয়ার ইসু বাবদ প্রাপ্ত চাদর অর্থ ২ হইতে পরিশোধ করা হইবে অথবা এমন সম্পত্তি যেগুলির ক্রয় বা অর্জন Q প্রসপেক্টাস ইসু'র তারিখে সম্পন্ন হয় নাই, এবং উক্ত উক্ত সম্পত্তি সংক্রান্ত § বিবরণ উপ-প্রবিধান (১) অনুসারে প্রদান করিতে হইবে, তবে নিম্নবর্ণিত সম্পত্তির S ব্যাপারে এই প্রবিধান প্রযোজ্য হইবে না (ক) কোম্পানীর সাধারণ ব্যবসা পরিচালনাকালে কোন সম্পত্তি ক্রয় বা অর্জনের জন্য উক্ত কোম্পানী কোন চুক্তিবদ্ধ হইয়া থাকিলে বা উক্ত চুক্তি শেয়ার ইসু'র উদ্দেশ্যে না হইলে বা শেয়ার ইস্যু উক্ত চুক্তির ফলস্বরূপ না হইলে; এবং (খ) যেড়োত্রে উক্ত সম্পত্তি ক্রয়ের অর্থের পরিমাণ তেমন গুরম্নত্বপূর্ণ নয়।