কোম্পানী আইন, ১৯৯৪ 8(이 (২) কোন কোম্পানীর অধীনস্থ কোম্পানী না থাকিলে প্রতিবেদনের মধ্যে নিম্নলিখিত বিষয় অন্তর্ভুক্ত থাকিতে হইবে, যথা (ক) উক্ত কোম্পানীর লাভ-ড়তি সম্পর্কিত বিষয়ে প্রসপেক্টাস ইসু করার অব্যবহিত পূর্ববর্তী পাঁচটি অর্থ বৎসরের লাভ ও ড্রগতির অনাবর্তক ধরনের দফাগুলি পৃথক করিয়া দেখাইতে হইবে; এবং è (*!) উক্ত কোম্পানীর পরিসম্পদ ও দায়-দেনার ব্যাপারে কোম্পানীর ২৫ হিসাবপত্র প্রণীত হওয়ার সর্বশেষ তারিখ পর্যন্ত্ম দায়-দেনার বিষয়ক উলেস্নখ থাকিতে হইবে। Q) (৩) কোন কোম্পানীর অধীনস্থ কোম্পানী থাকিলে প্রতিবেদনে নিম্নলিখিত বিষয় অন্তৰ্ভূক্ত থাকিতে হইবে; যথা- >o (ক) কোম্পানীর লাভ বা ড়তি উপ-প্রবিধান (২) অনুসারে পৃথকভাবে দেখাইতে হইবে এবং অধিকন্তু নিম্নোক্ত বিষয়সমূহ দেখাইতে হইবে: যথা- o (অ) কোন কোম্পানীর সদস্যগণ উহার সকল অধীনস্থ কোম্পানীর সতবাড়তিতে "শিরঃ উহর সমর্থকরি, অথবা (আ) আলাদা আলাদাভাবে প্রতিটি অধীনস্থ কোম্পানীর লাভ ডুগতিতে কোম্পানীর সদস্যগণ যতটুকু সংশিল্পষ্ট উহার সামগ্রিক বিবরণ, অথবা ১ (ই) কোম্পানীর লাভ ড্রাতি পৃথকভাবে না দেখইয়া উহার সদস্যগণ উহার অধীনস্থ সকল কোম্পানীর লাভ ডুগতিতে যতটুকু সংশিল্পষ্ট ততটুকুসহ সামগ্রিকভাবে উহার লাভ-ড়াতির বিবরণ; (খ) কোম্পানীর পরিসম্পদ এবং, দায়-দেনা উপ-প্রবিধান (২) অনুসারে ১ পৃথকভাবে দেখাইতে হইবে এবং অধিকন্তু নিম্নোক্ত বিষয়সমূহ o অন্তর্ভুক্ত করিতে হইবে, যথা- O (অ) কোম্পানীর পরিসম্পদ এবং দায়-দেনাসহ বা কোম্পানীর ് পরিসম্পদ এবং দায়-দেনা ব্যতিরেকে, উহার সকল অধীনস্থ SON কোম্পানীর সম্মিলিত পরিসম্পদ এবং দায়-দেনা; অথবা N @് (আ) প্রত্যেক অধীনস্থ কোম্পানীর পরিসম্পদ এবং দায়-দেনার পৃথক পৃথক বিবরণ; o (গ) অধীনস্থ কোম্পানীর পরিসম্পদ এবং দায়-দেনার বিষয়ে নিয়ন্ত্রণকারী o কোম্পানীর সদস্য ব্যতীত অপর কোন ব্যক্তিকে প্রদেয় সুবিধার -ം cSR (allowance) for ২৫। শেয়ার বা ডিবেঞ্চার ইসু্যলব্ধ অর্থ বা উহার কোন অংশ প্রত্যঙ্গ বা (ক) কোন ব্যবসা ক্রয়ের জন্য ব্যয় করা হয় বা হইবে; অথবা
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৪৬১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।