পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৪৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8\U)O কোম্পানী আইন, ১৯৯৪ ৩১। এই তফসিলের দ্বিতীয় খণ্ডে বা এই খণ্ডে প্রসপেক্টাস ইসু'র অব্যবহিত পূর্ববর্তী পাঁচ অর্থ বৎসরের মেয়াদের যে উলেস্নখ আছে, সেইরূপ মেয়াদ যদি কোন ড়েগত্রে তদপেড়া কম হয় তবে উভয় খণ্ডের সংশি্লষ্ট বিধান সেইড়েগত্রে এইরূপ কার্যকর হইবে যেন উহাতে উক্ত “পাচ অর্থ বৎসর” এর পরিবর্তে উক্ত কম মেয়াদ উলেস্নখিত হইয়াছে। ৩২। এই তফসিলের দ্বিতীয় খণ্ডের বিধান অনুসারে আবশ্যকীয় যে কোন প্রতিবেদনে (ক) উলেস্নখিত লাভ-ড়াতি, পরিসম্পদ ও দায়-দায়িত্বের পরিমাণ সম্পর্কিত যে কোন সমন্বয় সাধনের ইঙ্গিত টীকার আকারে উলেস্নখ করিতে ...too করেন; অথবা o

(খ) দফা (ক) তে উলেস্নখিত সমন্বয় সাধন করিতে হইবে এবং উহাদের ইঙ্গিতও থাকিতে হইবে। o \ర్సిరి | এই তফসিলের দ্বিতীয় খণ্ডের বিধান অনুসারে হিসাবরঙ্গকগণের যে (ক) কোম্পানী আইন, ১৯৯৪ এর অধীনে কোম্পানী নিরীড়াক হিসাবে নিয়োগযোগ্য হিসাবরড়াক কর্তৃক প্রণীত হইবে; এবং (খ) এমন কোন হিসাবরড়াক কর্তৃক প্রণীত হইবে না যিনি কোম্পানীতে অথবা উহার নিয়ন্ত্রণাকারী- কোম্পানীর অন্য কোন অধীনস্থ কোম্পানীতে কোন কর্মকর্তা বা কর্মচারী (Servent) হিসাবে কর্মরত আছেন বা যিনি উক্ত কর্মকর্তা বা কর্মচারীর অধীনে কর্মরত আছেন বা যিনি উক্ত কর্মকর্তা বা কর্মচারীর একজন অংশীদার। ব্যাখ্যা এই দফার উদেশ্য পূরণকল্পে ‘কর্মকর্তা বলিতে একজন প্রস্তাবিত পরিচালকও অন্তর্ভুক্ত হইবেন, তবে কোন নিরীড়াক অন্তর্ভুক্ত হইবেন না। s Q তফসিল-৪ § (ধারা ১৪১ দ্রষ্টব্য) o কোন প্রসপেক্টস ইস্যু করে না অথবা ইসুকৃত প্রসপেক্টসের ভিত্তিতে শেয়ার CŞ বরাদ্দ করে না এইরূপ কোম্পানী কর্তৃক রেজিষ্ট্রীরের নিকট প্রেরিতব্য প্রসপেক্টাসের বিকল্প বিবরণীর ছক এবং উহাতে সন্নিবেশিতব্য প্রতিবেদনসমূহ। -