8૭ আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ (২) কোন আর্থিক প্রতিষ্ঠান উপ-ধারা (১) এর বিধান লংঘন করিলে উহা লংঘনের তারিখ হইতে প্রত্যেক দিনের জন্য ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবে। ৪৭। এই আইনের অধীন সরল বিশ্বাসে কৃত কোন কিছুর জন্য বা সরল সরল বিশ্বাসে কৃত NQবিশ্বাসে কোন কিছু সম্পাদন করিবার উদ্যোগ গ্রহণের জন্য বা সরল বিশ্বাসে **** o কৃত কোন কাজের উদ্যোগ গ্রহণের ফলে কোন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হইলে, বা তাহার N. ক্ষতিগ্রস্ত হইবার সম্ভাবনা থাকিলে, তজ্জন্য সরকার বা বাংলাদেশ ব্যাংকের Q বিরুদ্ধে বা উহাদের কোন কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে কোন মামলা বা অন্য ് কোন আইনগত কার্যধারা দায়ের করা যাইবে না। ৪৮। বাংলাদেশ ব্যাংক, সরকারের সহিত পরামর্শক্রমে, সরকারী গেজেটে কতিপয় ক্ষেত্রে প্রজ্ঞাপন দ্বারা ঘোষণা করিতে পারে যে, এই আইনের সকল বা কোন বিশেষ । প্রদানের বিধান, কোন নির্দিষ্ট আর্থিক প্রতিষ্ঠান বা সকল আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে সাধারণভাবে বা প্রজ্ঞাপনে নির্ধারিত কোন মেয়াদকালে প্রয়ােজ হইবে না। CN 88 (S) এই আইনের উদেশ্য পুরুকল্পে বাংলাদেশ বাকে সরকারের প্রবিধান প্রণয়নের পারিবে । ক্ষমতা o (২) বিশেষ করিয়া, এবং উপরিউক্ত ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুন্ন না করিয়া, অনুরূপ প্রবিধান দ্বারা- § (ক) এই আইনের অধীন নির্ধারণ করা যায় এমন ফিস নির্ধারণ করিতে পারিবে: so o (খ) আর্থিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন নিয়ন্ত্ৰণ করিতে পারবে। O. go Bangladesh Bank Order, 1972 (P.O. No. 127 of 1972) P.9;No. 127 of - - 1972 এর সংশোধন q: Chapter V সহ উহার অন্তর্গত Articles 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57 ও 58 বিলুপ্ত হইবে। സ് ৫১। (১) আর্থিক প্রতিষ্ঠান অধ্যাদেশ, ১৯৯৩ (অধ্যাদেশ নং ৬, ১৯৯৩) রহিতকরণ ও জাতিক হল। হেফাজত N so (২) উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও, রহিত অধ্যাদেশ দ্বারা কৃত কাজকর্ম বা G— গৃহীত কোন ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৪৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।