পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৪৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8\\:)br কোম্পানী আইন, ১৯৯৪ (অ) কোম্পানীর পরিচালক হওয়ার জন্য তাহাকে বা উক্ত ফার্মকে উদ্বুদ্ধ করিতে বা যোগ্যতা সম্পন্ন করিতে তাহাকে বা উক্ত ফার্মকে নগদ অর্থ বা শেয়ার বা অন্য কিছু প্রদান করা হইয়া থাকিলে উক্ত অর্থ শেয়ার বা অন্য কিছুর পরিমাণ ও বিবরণ; (আ) উক্ত কোম্পানী গঠনের উদ্যোগ গ্রহণে বা গঠনে তৎকর্তৃক বা উক্ত இ. ফার্ম কর্তৃক প্রদত্ত সেবার বিনিময়ে তাহাকে বা ফার্মকে প্রদত্ত অর্থ, o শেয়ার বা অন্য কিছুর বিবরণ- & ് পরিচালক, প্রস্তাবিত পরিচালক, অথবা লিখিতভাবে ডুগমতাপ্রাপ্ত . . . . . . . . . . . o তাহাদের প্রতিনিধি হিসাবে উপরোলিস্নখিত ব্যক্তিগণের স্বাড়গর। . . . . . . . . . . :് তারিখ: . . . . . . . . . . . . . o

o ১। কোন ব্যবসা অর্জনের প্রস্তাব থাকিলে হিসাব রঙ্গকগণের নামসহ নিম্নবর্ণিত বিষয়াদির উপর তাঁহাদের একটি প্রতিবেদন থাকিতে হইবে, যথা: (ক) রেজিষ্ট্রারের নিকট প্রতিবেদন দাখিলের অব্যবহিত পূর্ববর্তী পাঁচটি অর্থ বৎসরের উক্ত ব্যবসার লাভ ও ড্রাতি, প্রতি বৎসর ভিত্তিতে এবং (খ) সর্বশেষ যে তারিখ পর্যন্ত হিসাব প্রণয়ন করা হইয়াছে সেই তারিখে উক্ত ব্যবসায়ের পরিসম্পদ ও দায় দায়িত্ব। ২। (১) যে ড়েঙ্গত্রে অন্য কোন নিগমিত সংস্থার শেয়ার কোম্পানী কর্তৃক অর্জনের জন্য এমন প্রস্তাব করা হয় যে, উক্ত অর্জন দ্বারা বা উহার ফলশ্রমৃতিতে বা উহার সহিত সংশিল্পষ্ট কিছু করার সূত্রে সংস্থাটি উক্ত কোম্পানীর অধীনস্থ কোম্পানীতে পরিণত হইবে, সে ড়েগত্রে হিসাবরড়ঙ্গকগণ এই অনুচ্ছেদের উপঅনুচ্ছেদ (২) এবং (৩) এর বিধান অনুসারে একটি প্রতিবেদন প্রণয়ন করিবেন, যাহাতে তাহাদের নামসহ উক্ত সংস্থার লাভ, ডুগতি, পরিসম্পদ এবং দায়S দয়িত্বের বিবরণ উলেল্লখ থাকিবে, এবং উহাতে আরো উল্লেখ করতে হইবে যে কোম্পানীর সদস্যদের উপর উক্ত শেয়ারসমূহের ব্যাপারে উক্ত সংস্থার পরিসম্পদ ও দায়-দায়িত্বের ব্যাপারে সংস্থার অন্যান্য শেয়ার হোল্ডারগণকে কি সুবিধা প্রদেয় হইত।