পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৪৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোম্পানী আইন, ১৯৯৪ 8$S ৭। পরিচালকগণ যখনই প্রয়োজন মনে করিবেন তখনই বিশেষ সাধারণ সভা আহবান করিতে পারিবেন; এবং কোম্পানীর এক-দশমাংশ বা ততোধিক সদস্যের নিকট হইতে রিকুইজিশন পাওয়া গেলে উক্ত সভা আহবান করিতে পরিচালকগণ বাধ্য থাকিবেন। ৮ দল তরল রিলে পত্র এ-তে সজল জল । uS ৯। রিকুইজিশনপত্র প্রাপ্তির পর পরিচালকগণ অবিলম্বে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ যাহাতে রিকুইজিশন জমা দেওয়ার তারিখ হইতে একুশ দিনের মধ্যে করিতে পারিবেন। o ര് সাবাল সভার কারিখ N ১০। সভার স্থান, তারিখ, সময় এবং বিশেষ কার্যাবলীর ড়োত্রে উহার সাধারণ প্রকৃতি নোটিশে উলেস্নখপূর্বক সদস্যগণকে, অতঃপর উলিস্নখিত পদ্ধতিতে অথবা কোম্পানীর সাধারণ সভার অনুরূপ অন্য কোন পদ্ধতি নির্ধারিত সাধারণ সভার কার্যধারা শুধুমাত্র এই কারণে অবৈধ প্রতিপন্ন হইবে না যে কোম্পানী দাল থেকে উক্ত নাশিপ নাই। ~ ১১ । বিশেষ সাধারণ সভায় সম্পাদিত সকল কার্যাবলী বিশেষ কার্যাবলী বলিয়া গণ্য হইবে এবং সাধারণ সভায় কোম্পানীর হিসাব, ব্যালান্স শীট, পরিচালক ও নিরীড়কগণের সাধারণ প্রতিবেদন, পর্যায়ক্রমে পরিচালক ও অন্যান্য কর্মকর্তা অবসরগ্রহণ করিলে তাহাদের স্থলে নতুন পরিচালক ও কর্মকর্তা নির্বাচন এবং নিরীড়াকগণের পরিশ্রমিক নির্ধারণের বিষয় বিবেচনা ব্যতীত অন্য ং যে কোন কার্যাবলী সাধারণকার্যাবলী বলিয়া গণ্য হইবে। o Q ১২ । কোন সভার কার্য আরম্ভের সময় কোরাম না হইলে, লভ্যাংশ ঘোষণা § ব্যতীত অন্য কোন কার্য উক্ত সভায় সম্পাদন করা যাইবে না। সভা অনুষ্ঠানের S সময় কোম্পানীর মোট সদস্য সংখ্যা দশের অধিক না হইলে, পাঁচ জন সদস্যের § উপস্থিতিতে কোরাম হইবে এবং সদস্য-সংখ্যা দশের অধিক হইলে প্রতি পাঁচজন - O অতিরিক্ত সদস্যের জন্য উক্ত কোরাম সংখ্যার সহিত একজন সংযোজিত হইবে, তবে কোন অবস্থাতেই কোরাম সংখ্যা দশের অধিক হইবে না।