পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৪৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8$8 কোম্পানী আইন, ১৯৯৪ পরিচালকগণ ২৫। কোম্পানীর পরিচালকগণের সংখ্যা এবং প্রথম পরিচালকগণের নাম কোম্পানীর সংঘ-স্মারকে স্বাড়ারকারীগণ কর্তৃক নির্ধারিত হইবে। NON২৬। পরিচালকগণের নিয়োগ না হওয়া পর্যন্ত কোম্পানীর সংঘ-স্মারকে ് স্বাড়ারকারীগণ, কোম্পানী আইন, ১৯৯৪ এর উদ্দেশ্য পূরণকল্পে, পরিচালক * বলিয়া গণ্য হইবেন। CŞ পরিচালকের ড়গমতা o ● ് ২৭। কোম্পানীর কার্যাবলী পরিচালকগণ কর্তৃক পরিচালিত হইবে, এবং তাহারা এমন সকল ড়ঙ্গমতাই প্রয়োগ করিতে পারিবেন যেগুলি কোম্পানী আইন, ১৯৯৪ অথবা এই সংঘবিধির বিধান অনুসারে কোম্পানীর সাধারণ সভায় কোম্পানী কর্তৃক প্রয়োগ করার প্রয়োজন হয় না; তবে কোম্পানীর সাধারণ সভায় প্রণীত কোন বিধান পরিচালক কর্তৃক তৎপূর্বে সম্পাদিত এমন কোন কাজকে ཨཙང་ལ་ཕར་ཉ་ལ་བླ་ཐཙ་ཤ་ག ག་ཨ་ཅེ་ཝ་aཕཨ་ཐེགི་ལྕག་སྐྱོང་བཙན་ལ་བཙོ༅། o পরিচালক নির্বাচন ২ o ২৮। পরিচালকগণ প্রতি বৎসর কোম্পানীর সাধারণ সভায় নির্বাচিত হইবেন। So \ S কোম্পানীর কার্যাবলী o (যে পদ্ধতিতে কোম্পানীর বীমা সংক্রান্ত কার্যাবলী পরিচালিত হইবে সেই পদ্ধতি নিম্নোক্ত বিধান এখানে সন্নিবেশিত করমন)। o ২৯। নিরীড়গকগণ কোম্পানী আইন, ১৯৯৪-এর ধারা ১০ এবং ২১৩ অনুসারে নিযুক্ত হইবেন এবং এতদুদ্দেশ্যে ধারা দুইটি এইরূপে কার্যকরী হইবে যেন ধারা দুইটিতে “শেয়ার হোল্ডার’ শব্দটির পরিবর্তে ‘সদস্য' শব্দটি প্রতিস্থাপিত ് - ৩০। কোম্পানী উহার যে কোন সদস্যকে ব্যক্তিগতভাবে অথবা তাহার নিবন্ধিকৃত ঠিকানায় ডাকযোগে নোটিশ প্রদান করিতে পারবে। নোটিশ