8$U কোম্পানী আইন, ১৯৯৪ ৪র্থ। সদস্যগণের দায়-দায়িত্ব সীমিত। ৫ম। কোম্পানীর প্রত্যেক সদস্য এতদ্বারা অঙ্গীকার করিতেছেন যে, তাহার সদস্য থাকাকালীন সময়ে অথবা তাহার সদস্যপদ সমাপ্তির পরবর্তী এক বৎসরের মধ্যে কোম্পানীর অবলুপ্ত হইলে, কোম্পানীর অবলুপ্তির পূর্ব পর্যন্ত বা NONতাহার সদস্যপদ সমাপ্তির পূর্ব পর্যন্ত টাকা কোম্পানীর যে সকল ঋণ ও o দায়-দায়িত্ব থাকিবে তাহা পরিশোধের জন্য এবং কোম্পানী অবলুপ্তির ব্যয় এবং এতদসংক্রান্তা চার্জ পরিশোধের জন্য এবং প্রদায়কগণের § অর্থ সংস্থানের উদ্দেশ্যে অনধিক . . . . . টাকা কোম্পানীর পরিসম্পদে প্রদান করিতে প্রত্যেক সদস্য বাধ্য থাকিবেন। o ৬ষ্ঠ। কোম্পানীর শেয়ার মূলধনের পরিমাণ . . . . . . টাকা, যাহা প্রতিটি . so - - - - - টাকা মূল্যে . . . . শেয়ারে বিভক্ত। ് গর করিলাম এবং এই সংঘ-স্মারক অনুসারে একটি কোম্পানী গঠনে ইচ্ছুক হইয়া এতদুদ্দেশ্যে কোম্পানীর শেয়ার মূলধন হইতে আমাদের স্ব স্ব নামের বিপরীতে লিখিত সংখ্যক শেয়ার গ্রহণ করিতে সম্মতি জ্ঞাপন করিলাম-- o স্বাড়ারকারীগণের নাম, প্রত্যেক স্বাড়ারকারী স্বাড়ার ঠিকানা ও জাতীয়তা এবং কর্তৃক গৃহীত শেয়ারের পরিচয়। সংখ্যা।-- (অংকে ও কথায়) N | - o & | No ○ | O 8 | o Go | o * * 어 | ༄་་་་་ o মোট গৃহীত শেয়ারের সংখ্যা o >છે. . . . . . . . সালের . . . . . . . . . মাসের . . . . . . . . তারিখ: o c$ উপরি-উক্ত স্বাড়ার সত্যায়নকারী সাড়গীগণের নাম, ঠিকানা ও স্বাড়গর: S | So I
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৫০০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।