88, জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪ ১৯৯৪ সনের ৮ নং আইন [১৮ মে, ১৯৯৪] - o গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭৯ অনুচ্ছেদের উদ্দেশ্য পূরণকল্পে ് জাতীয় সংসদ সচিবালয় গঠন এবং উহার কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ ও © কর্মের শর্তসমূহ সম্পর্কে বিধান প্রণয়নের জন্য প্রণীত আইন। ് যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭৯ অনুচ্ছেদের উদ্দেশ্য <o পূরণকল্পে জাতীয় সংসদ সচিবালয়ের গঠন এবং উহার কর্মকর্তা ও কর্মচারীদের ২০ নিয়োগ ও কর্মের শর্তসমূহ সম্পর্কে বিধান প্রণয়ন সমীচীন ও প্রয়োজনীয়; wo S. সেহেতু এতদ্বদ্বারা নিম্নরূপ আইন করা হইল:- o ১। এই আইন জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪ নামে অভিহিত সংক্ষিপ্ত শিরোনামা হইবে। ംര് ২। বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- সংজ্ঞা o (ক) “কমিশন” অর্থ বাংলাদেশ সরকারি কর্ম-কমিশন; (খ) "কর্মকর্তা বা কর্মচার" অর্থ সংসদ সচিবালয়ে নিযুক্ত কর্মকর্তা বা কর্মচারী; o So (গ) চীফ হুইপ অর্থসংসদের চীফ হুইপ (ঘ) "িরে অধীন প্রণীত বিধি; (ঙ) "বিরোধী দলের উপ-নেতা” অর্থ বিরোধী দলের নেতা কর্তৃক সংসদে উপ-নেতারূপে মনোনীত কোন সংসদ সদস্য; ത്ര “বিরোধী দলের নেতা” অর্থ স্পীকারের বিবেচনামতে যে সংসদ-সদস্য S- সাময়িকভাবে সংসদে সরকারের বিরোধীতাকারী সর্বোচ্চ সংখ্যক S. সদস্য লইয়া গঠিত ক্ষেত্রমত দল বা অধিসংঘের নেতা; o: § (ছ) “সচিব” অর্থ সংসদ সচিবালয়ের সচিব বা সাময়িকভাবে তাহার দায়িত্ব ost পালনরত কোন ব্যক্তি; (জ) “স্পীকার” অর্থ সংসদের স্পীকার এবং সংবিধানের ৭৪ অনুচেছদ অনুসারে সাময়িকভাবে স্পীকারের পদে অধিষ্ঠিত ব্যক্তি;
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৫২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।