পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংসদ সচিবালয় গঠন সংসদ সচিবালয়ের দায়িত্ব ও কর্তব্য (o জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪ (ঝ) "সংসদ” অর্থ জাতীয় সংসদ; (ঞ) “সংসদ উপ-নেতা” অর্থ প্রধানমন্ত্রী কর্তৃক সংসদ উপ-নেতারূপে মনোনীত কোন সংসদ-সদস্য; - (ট) “সংসদ-নেতা” অর্থ প্রধানমন্ত্রী; (ঠ) “সংসদ সচিবালয়” অর্থ জাতীয় সংসদ সচিবালয়; <o (ড) “সংসদ সচিবালয় কমিশন” অর্থ এই আইনের ধারা ৭ এর ક્ષેત્રે গঠিত সংসদ সচিবালয় কমিশন; ് (ঢ) “সংসদ-সদস্য” অর্থ সংসদের কোন সদস্য; এবং <o o (ণ) “হুইপ” অর্থ সংসদের হুইপ। s ৩। (১) সংবিধানের ৯ জুল আলম সনলি দি থাকিবে । o QN (২) সংসদ সচিবালয় সরকারের কোন মন্ত্রণালয়, বিভাগ বা দপ্তরের ཐག་ཁོ་ཝ་ཨ་ཧ་རྩ:ཨིལ་ཕ་ཁཤ་ཀྲc་སྐྱེས་ (৩) সংসদ সচিবালয় বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীগণের সমন্বয়ে গঠিত হইবে। so ৪। (১) সংসদ সচিবালয় সংসদের জন্য প্রয়োজনীয় সকল সাচিবিক দায়িত্ব পালন করিবে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালীবিধি দ্বারা সংসদ সচিবালয়ের উপর আরোপিত যাবতীয় কর্তব্য সম্পাদন করবে। - ച് (২) উপ-ধারা (১) এ উল্লিখিত দায়িত্ব ও কর্তব্য ছাড়াও সংসদ সচিবালয় =বিশেষ করিয়া নিম্নলিখিত দায়িত্ব ও কর্তব্য পালন করিবে: (ক) সংসদ নেতার সহিত পরামর্শক্রমে সংবিধান মোতাবেক সংসদ অধিবেশন আহবান ও স্থগিতকরণ সম্পর্কিত সাচিবিক কার্যাবলী; (খ) সংসদ সচিবালয় গ্রন্থাগার পরিচালনা ও ব্যবস্থাপনা; (গ) সংসদের স্থায়ী কমিটিসমূহ ও অন্যান্য সকল কমিটির সভা আহবান, উহাতে সাচিবিক সহায়তা প্রদান ও উহার কার্যবিবরণী প্রস্তুতকরণ; (ঘ) সংসদের কার্যবিবরণী লিপিবদ্ধকরণ, সম্পাদনা, মুদ্রণ ও প্রকাশনা; (ঙ) সংসদ-সদস্যগণের সংসদীয় কার্যাবলী ও দায়িত্ব পালনের জন্য