৫২৬ কোম্পানী আইন, ১৯৯৪ N | ૨ | ○ | o তফসিল-১১ এর দ্বিতীয় খণ্ড কোম্পানী আইন, ১৯৯৪ এর ১৮৫(১) ধারায় উলিস্নখিত আয়/ব্যয়ের হিসাবের èst ড়োত্রে এই খণ্ডের বিধানাবলী সেই একইভাবে প্রযোজ্য হইবে যেইভাবে ঐ সমস্ত বিধান লাভ/ড়াতির হিসাবের ড়োত্রে প্রযোজ্য হয় তবে উক্ত উপ-ধারায় অন্যান্য বিধানের যে উলেস্নখ আছে সে অনুসারে প্রয়োজনীয় পরিবর্তনসহ এই অনুচ্ছেদের উলেস্নখিত হিসাব প্রস্তুত করিতে হইবে। >So N (১) লাভ/ড়াতির হিসাব এইরূপে প্ৰস্তুত করতে হযেছে o (ক) যে সময়কালের জন্য হিসাব করা হইয়াছে কোম্পানীর সেই সময়কালের কার্যাদি স্পষ্টরূপে প্রকাশ পায়; o (*) অনাবর্তক লেনদেন অথবা অসাধারণ প্রকৃতির লেনদেনের ড়োত্রে, ক্রেডিট অর্থাৎ আকলন/জমা এবং ডেবিট অর্থাৎ বিকলন/খরচসহ লাভ/ড় গতির সকল গুরুত্বপূর্ণ দিক প্রকাশ পায়। সর্বোত্তম সুবিধাজনক শিরোনামে সাজাইয়া প্রদর্শন করিতে হইবে এবং বিশেষ করিয়া হিসাবের সময়কাল সংক্রান্ত নিম্নবর্ণিত তথ্য তুলিয়া ধরিতে হইবে: (ক) কোম্পানীর ব্যবসা হইতে প্রত্যেক শ্রেণীর পণ্যের বিক্রয়লব্ধ অর্থের পরিমাণ এবং প্রত্যেক শ্রেণীর বিক্রিত পণ্যের পরিমাণ পৃথকভাবে এবং কোম্পানীর সামগ্রিক বিক্রয়ের পরিমাণ; പ്പ് (খ) সেলস এজেন্টকে প্রদত্ত কমিশন sco মামুলী ব্যবসায়িক বাটা ব্যতীত বিক্রয়ের উপর প্রদত্ত দালালী ও বাটা। ~(ঘ) উৎপাদনকারী কোম্পানীর ড়োত্রে (অ) ব্যবহৃত কাচামালের মূল্যের দফাওয়ারী বিভাজন এবং উহাদের পরিমাণ উলেস্নখ করিতে হইবে, এই বিভাজনে, যতদূর সম্ভব, সকল গুরম্নত্বপূর্ণ কাচামাল পৃথক পৃথক দফায় প্রদর্শন করিতে হইবে, অন্য কোন উৎপাদক হইতে সংগৃহীত মধ্যবর্তী উৎপাদিত সামগ্রী বা কাচামাল উক্তরূপ বিভাজনে অন্তর্ভুক্তির ফলে যদি তালিকা বা বিভাজন বৃহদাকার হইয়া পড়ে, তাহা হইলে ঐগুলি সুবিধাজনক শিরোনামে, উহাদের পরিমাণ উলেস্নখ না করিয়া, গুচ্ছাকারে প্রকাশ করিতে হইবে, তবে কাচামালের মধ্যে যে সমস্ত মধ্যবর্তী সামগ্রীর মূল্য এককভাবে ব্যবহৃত কোন কাঁচামালের মোট মূল্যের শতকরা একশত ভাগ (১০০%) বা উহার বেশী হয় তাহা হইলে, সেই সমস্ত সামগ্রীকে উহার পরিমাণসহ পৃথক এবং সুনির্দিষ্ট সামগ্ৰী হিসাবে উক্ত বিভাজনে প্রদর্শন করিতে হইবে;
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৫৩০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।