8b^○ কোষ্ট গার্ড আইন, ১৯৯৪ ১৯৯৪ সনের ২৬ নং আইন [১৩ ডিসেম্বর, ১৯৯৪] NONকোষ্ট গার্ড বাহিনী গঠনকল্পে বিধান প্রণয়নের জন্য প্রণীত আইন। ് যেহেতু বাংলাদেশের সামুদ্রিক এলাকা এবং কতিপয় অন্যান্য জলসীমা এবং SS উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ঐ সকল এলাকায় জাতীয় স্বার্থ ് সংরক্ষণের উদ্দেশ্যে বিধান করা সমীচীন ও প্রয়োজন; Ro N সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল - so ১। এই আইন কোষ্ট গার্ড আইন, ১৯৯৪ নামে অভিহিত হইবে। so সংক্ষিপ্ত শিরোনামা ২। বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- সংজ্ঞা QN (ক) “অধিদপ্তর” অর্থ ধারা ৪ এ উল্লিখিত কোষ্ট গর্ভঙ্গি (খ) “এখতিয়ারভুক্ত এলাকা” অর্থ বাংলাদেশের জলসীমা এবং সরকার কর্তৃক সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, নির্ধারিত জলসীমা-সন্নিহিত স্থলভাগ; o o (গ) “জলসীমা” অর্থ বাংলাদেশের সামুদ্রিক এলাকা এবং সরকার কর্তৃক, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, নির্ধারিত অন্যান্য জল এলাকা; (ঘ) প্রবিধান” অর্থ ইংরে অধীন প্রণীত প্রবিধান; (ঙ) "বাহিনী" অর্থ ধারা ৫ এর অধীনে গঠিত কোষ্ট গার্ড বাহিনী (চ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; o (ছ) “মহা-পরিচালক” অর্থ অধিদপ্তরের মহা-পরিচালক o (SI) “PRĮ šis " Nế Territorial Waters and Maritime Zones (C) Act, 1974 (XXVI of 1974) eq$ SistỢT GIFTE territorial § WaterS; o so (ঝ) "সামুদ্রিক এলাকা” অর্থ দফা (জ) উল্লিখিত Act এ বর্ণিত বা তদ্ধানে O (xiifw territorial waters, contiguous zone, continental CŞ shelf conservation zone “K economic zone ৩। আপাততঃ বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের প্রাধান্য আইন, বিধি ও প্রবিধানের বিধানাবলী কার্যকর থাকিবে।
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৫৪৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।