পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৫৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8br8 কোষ্ট গার্ড আইন, ১৯৯৪ কোষ্ট গার্ড অধিদপ্তর ৪ । (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে কোষ্ট গার্ড অধিদপ্তর নামে একটি অধিদপ্তর থাকিবে । (২) অধিদপ্তরের একজন মহা-পরিচালক থাকিবে; তিনি সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহার চাকুরীর শর্তাবলী সরকার কর্তৃক স্থিরীকৃত হইবে। o (5) এই আইনের অধীন মহা-পরিচালকের ক্ষমতা প্রয়ােগ ও দায়িত্ব । পালনের ব্যাপারে তাহাকে সহায়তা করার জন্য- & (ক) সরকার প্রয়োজনীয় সংখ্যক পরিচালক ও উপ-পরিচালকসহ অন্যান্য কর্মকর্তা নিয়োগ করিবে: "ം്. N (খ) মহা-পরিচালক ཕར་ལ་ཟངས་གླིང་། ལྕང་ལྟ་ཝ་ཤཨ་ཨ་ཝར་སྨྲ་མི་ཤི་ལ་ཝར་(ཨ་ (৪) উপ-ধারা (৩) এ উতিক দল দেশী R সরকার কর্তৃক স্থিরীকৃত হইবে। o কোষ্ট গার্ড গঠন & I (S) এই আইনের বিবান অনুযায়ী কোঠ গর্ডনামে একটি বাহিনী গঠন করা হইবে। N wo o© (২) বাহিনীর বিভিন্ন পদের শ্রেণীবিন্যাস এবং উক্ত পদসমূহের সংখ্যা o (৩) উপ-ধারা (২) এ উল্লিখিত পদসমূহে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে তবে শর্ত থাকে যে, উক্তরূপ বিধি প্রণীত না হওয়া পর্যন্ত উক্ত পদসমূহে প্রতিরক্ষা কর্ম বিভাগ বা সংবিধানের ১৫২ অনুচ্ছেদে সংজ্ঞায়িত অন্য কোন ংখলা বাহিনীর সদস্যগণকে প্রেষণে নিয়োগ করা যাইবে। xS` সুপেয়ন্ত ৬। বাহিনী সরকারের সার্বিক তত্ত্বাবধানে থাকিবে, এবং এই আইন, বিধি, ও নিয়ন্ত্রণ o প্রবিধান এবং উহাদের সহিত সংগতিপূর্ণ হওয়া সাপেক্ষে, সরকার কর্তৃক সময় সময় প্রদত্ত আদেশ ও নির্দেশ অনুসারে মহা-পরিচালক বাহিনী পরিচালনা ও © § নিয়ন্ত্রণ করিবেন। ད། ། র কার্যাবলী ৭। (১) উপ-ধারা (২) এর বিধান সাপেক্ষে, বাহিনীর কার্যাবলী হইবে নিম্নরূপ, যথা: (ক) বাংলাদেশের জলসীমায় জাতীয় স্বার্থ সংরক্ষণ করা: (খ) বাংলাদেশের সামুদ্রিক এলাকায় অবৈধভাবে মৎস্য আহরণ প্রতিরোধ করা: