পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অর্থ আইন, ১৯৯৪ 여 여 (৪) চেয়ারম্যান কমিশন ও উহার বেঞ্চসমূহের কার্যপদ্ধতি নির্ধারণ করবেন এবং বেঞ্চসমূহের বৈঠকের স্থানসমূহও নির্দিষ্ট করিয়া দিবেন। (৫) কোন বিষয়ে সিদ্ধান্ত প্রদানের ক্ষেত্রে কোন বেঞ্চের সদস্যগণের মধ্যে মতানৈক্য দেখা দিলে (ক) বিষয়টি সম্পর্কে সংখ্যাগরিষ্ঠের অভিমতের ভিত্তিতে, যদি ১সংখ্যাগরিষ্ঠতা থাকে, সিদ্ধান্ত গ্রহণ করা হইবে: Q, - on (খ) যদি মতানৈক্যের ব্যাপারে কোন বেঞ্চের সদস্যগণ সমভাবে" বিভক্ত হন এবং কমিশনের চেয়ারম্ন স্বয়ং উক্ত বুেধের সদস্য না হন, তাহা হইলে বিষয়টি চেয়ারম্যানের নিকট প্রেরণ করা হইবে এবং চেয়ারম্যানের সিদ্ধান্তকে কমিশনের সিদ্ধান্ত বলিয়া গণ্য করা হইবে; এবং No. & (গ) যদি মতানৈক্যের ব্যাপারে কোন বেঞ্চের সদস্যগণ সমভাবে বিভক্ত হন এবং চেয়ারম্যান স্বয়ং উক্ত বেঞ্চের সদস্য হন, তাহা হইলে চেয়ারম্যানের অভিমত প্রাধান্য পাইবে এবং চেয়ারম্যানের অভিমত অনুসারে কমিশনের সিদ্ধান্ত দেওয়া হইবে। boሽ | কমল কি আলেও আপীল (১) এই আইনের অন্য কোন ধারায় যাহা কিছু থাকুক না কেন, কোন করদাতা বিধি দ্বারা নির্ধারিত ফরমে ও পদ্ধতিতে ধারা ৮ এর অধীন বার্ষিক ভিত্তিতে টার্ণওভার কর নির্ধারণ অথবা সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাগণ কর্তৃক গৃহীত এতদসম্পর্কিত যে কোন সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন ও আপেশ করতে পারবেন। (২) কমিশন আবেদন বা, ক্ষেত্রমত, আপীলটি নিম্পত্তি করার পূর্বে, ১আবেদন বা আপীলে বর্ণিত বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও রেকর্ডপত্র ২• তুলুব করতে পরিবে এবং বিষয়টির প্রকৃতি ও পরিস্থিতির ভিত্তিতে, আদেশ দ্বারা, আবেদন বা আপীলটি গ্রহণ বা প্রত্যাখ্যান •o করিতে পারিবে।

  • S (৩) যে ক্ষেত্রে উপ-ধারা (২) এর অধীন আবেদন বা আপীল গৃহীত হয় সে

o ক্ষেত্রে কমিশন, সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট হইতে প্রয়োজনীয় রেকর্ডপত্র SS তলব করিতে পরিবে; এবং প্রয়োজনীয় রেকর্ডপত্র পরীক্ষা ও ༄་་་་་་་། আবেদনকারীকে, এবং প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাকে, শুনানীর Q সুযোগ প্রদান করিয়া আবেদন ও আপীলটি উহা পেশ করার তারিখ § হইতে ষাট কার্যদিবসের মধ্যে, নিম্পত্তি করবে। o (৪) উপ-ধারা (২) এর অধীন গৃহীত আবেদন বা আপীল নিস্পত্তি করার § প্রয়োজনে কমিশনের যে কোন সদস্য বা সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তা, যুক্তিসংগত নোটিশ প্রদান করিয়া, আবেদনকারীর বা আপীলকারীর ব্যবসায়স্থল, পণ্য প্রস্তুতকরণ বা উৎপাদনের স্থান বা সেবা প্রদানের স্থানে প্রবেশ করিতে পরিবেন এবং তাহার সংশ্লিষ্ট নথিপত্র, যন্ত্রপাতি এবং পণ্য প্রস্তুতকরণ ও উৎপাদন এবং সেবাপ্রদান কার্যক্রম সম্পর্কিত যে কোন তথ্য সংগ্ৰহ করিতে পরিবেন।