পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/১২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sచ్చరి বেসরকারী প্রাথমিক শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন, ২০০০ ২০০০ সনের ৩৮ নং আইন [২৭ নভেম্বর, ২০০০] 。 বেসরকারী প্রাথমিক শিক্ষক কল্যাণ ট্রাস্ট স্থাপনকল্পে প্রণীত আইন। ് যেহেতু বেসরকারী প্রাথমিক শিক্ষক কল্যাণ ট্রাস্ট স্থাপনকল্পে বিধান করা è সমীচীন ও প্রয়োজনীয়; o সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল:- ് o, ১। (১) এই আইন ལ་ད་ལྟ་ཨ་ཨཻ། ཨ་འཁོe F་ཁུག ཤལ་དཀའ། ཀྱེ་མ་ ཨ་ལྕགས་ རྗེའི་སྒྲ་ལ་ཐ་ཁ་ལ་༠ ২০০০ নামে অভিহিত হইবে। ് প্রবর্তন & N. (২) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে তৰিলি কবি সেই তারিখে এই আইন বলবৎ হইবে। No ২। বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- সংজ্ঞা -\ (ক) “ট্রাস্ট” অর্থ এই আইনের অধীন স্থাপিত বেসরকারী প্রাথমিক শিক্ষক কল্যাণ ট্রাস্ট; - Ø o (খ) “পরিবার” অর্থ সংশ্লিষ্ট শিক্ষকের স্ত্রী বা স্বামী এবং তাহার প্রতি নির্ভরশীল অবিবাহিত পুত্র ও কন্যা এবং পিতা ও মাতা; o, (গ) “প্রবিধান” ఇ{ আইনের অধীন প্রণীত প্রবিধান; (ঘ) “বিধি”ཡུ༦ এই আইনের অধীন প্রণীত বিধি; o - (8) "বেসরকারী grofīzē frīIFE” NgÍ Registration of Private Q Schools Ordinance, 1962 (E.P. Ord. No. XX of 1962) এর অধীন রেজিস্ট্রেশনপ্রাপ্ত বেসরকারী প্রাথমিক বিদ্যালয়; § (চ) “বেসরকারী প্রাথমিক শিক্ষক” অর্থ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের - S শিক্ষক: ് (ছ) “বোর্ড” অর্থ এই আইনের অধীন গঠিত বোর্ড। ৩। (১) এই আইন বলবৎ হইবার পর, যতশীঘ্র সম্ভব, সরকার এই ট্রাস্ট স্থাপন আইনের বিধান অনুযায়ী বেসরকারী প্রাথমিক শিক্ষক কল্যাণ ট্রাস্ট নামে একটি ট্রাস্ট স্থাপন করিবে।