Ꮌ8$ সালিস আইন, ২০০১ (a) “ ট্রাইব্যুনাল” অর্থ একমাত্র সালিসকারী বা সালিসকারীদের প্যানেল; (ত) “সালিসী রোয়েদাদ” অর্থ বিরোধের বিষয়বস্তুর উপর সালিসী ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত সিদ্ধান্ত; (থ) “হাইকোর্ট বিভাগ” অর্থ বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ। ് o পরিধি ৩। (১) কোন সালিসের স্থান বাংলাদেশ হইলে উক্ত সালিসের ক্ষেত্রে এই-- আইনের বিধানাবলী প্রযোজ্য হইবে। o (২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, কোন সলিসের স্থান বাংলাদেশের বাহিরে হইলে এই আইনের ধারা ৪৫, ৪৬ ও এর বাকী উক্ত সালিসের ক্ষেত্রেও প্রযোজ্য হইবে। o (5) আপাতত বলবৎ অন্য কোন আইনের অধীন কোন বিরোধ সলিসে প্রেরণের সুযোগ না থাকিলে সেই সকল আইনের কোন কিছুই এই আইন দ্বারা ক্ষুন্ন হইবে না। o (৪) এই আইন কার্যকর হইবার পূর্বে বা পরে কোন সালিস চুক্তি সম্পাদিত বাংলাদেশে সূচিত সালিস কার্যক্রমের ক্ষেত্রে এই আইনের বিধানাবলী প্রযোজ্য হইবে। co বরাতের ব্যাখ্যা ৪। (১) কোন নির্দিষ্ট বিষয় নির্ধারণের জন্য যেইক্ষেত্রে এই আইনে {""" পক্ষগণের স্বাধীনতা রহিয়াছে সেইক্ষেত্রে ধরা ৩৬ এ বর্ণিত বিষয় ব্যতীত, উক্তরূপ স্বাধীনতার অন্তর্ভুক্ত হইবে। ༥ (༠)༩་ཕྱིར་འབུར་ལ། ཨ་ཛི་ཨ་བྷི་མ་ è (ক) পক্ষগণ কোন বিষয়ে সম্মত হন বা হইতে পারেন মর্মে কোন চুক্তিতে *N উল্লেখ করা হয়; অথবা o - (খ) পক্ষগণের মধ্যে অন্য কোনভাবে কোন চুক্তির উল্লেখ করা হয় e$ (৩) যেইক্ষেত্রে এই আইনের অধীন কোন দাবী উত্থাপন করা হয় সেইক্ষেত্রে উক্ত দাবীর পাল্টা দাবী, দাবীর জবাব ও পাল্টা জবাবের ক্ষেত্রেও এই আইনের ধারা ৩৫ এর উপ-ধারা (৩) এর দফা (ক) বা ধারা ৪১ এর উপধারা (২) এর দফা (ক) ব্যতীত অন্যান্য বিধানাবলী প্রযোজ্য হইবে।
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/১৪৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।