পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Σb- বেসরকারীকরণ আইন, ২০০০ (খ) কমিশনের সভার কার্যবিবরণী লিপিবদ্ধ ও সংরক্ষণ করিবেন; (গ) কমিশনের হিসাব সংরক্ষণ, হিসাব বিবরণী প্রণয়ন ও হিসাব নিরীক্ষার ব্যবস্থা করিবেন; (ঘ) কমিশনের বাজেট প্রণয়ন করিয়া অনুমোদনের জন্য উহা কমিশন ১২ সমীপে পেশ করিবেন; ് (ঙ) কমিশনের অর্থ ও সম্পত্তি এবং দলিল ও কাগজপত্র সংরক্ষণ ওঁ হেফাজত করিবেন; go (চ) কমিশন, চেয়ারম্যান বা, চেয়ারম্যানের ༣ar་ཙམ་ཤ,ཀཻ་ཨོཾ་སྭའི་e সদস্য কর্তৃক অর্পিত বা নির্দিষ্টকৃত অন্যান্য দায়িত্ব ༡.པཱུ་ལཱ་ཝའི་མ་མ་ | o কমিশনের অন্যান্য ১৫। (১) কমিশন উহার দায়িত্ব ও কর্তব্য সুষ্ঠুভাবে পালনের জন্য * ** প্রয়ােজনীয় সংখ্যক অন্যান্য কর্মকর্তা, কর্মচারী, পরামর্শদাতা বা উপদেষ্ট নিয়ােগ Oকরিতে পারিবে । o (২) কমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ােগ ও চাকুরীর শর্তাবলী প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে। ം് কমিটি ১৬। (১) কমিশন উহার দায়িত্ব পালনে উহাকে সহায়তা বা পরামর্শ প্রদানের জন্য প্রয়োজনবোধে এক বা একাধিক কমিটি গঠন করিতে পারিবে। (২) কমিশন উহার সদস্য বা সদস্য বহির্ভূত ব্যক্তি সমন্বয়ে উক্তরূপ কমিটি গঠন করিতে পারিবে। പ്പ് (৩) উক্ত কমিটিসমূহের কার্যপদ্ধতি এবং দায়িত্ব কমিশন কর্তৃক নির্ধারিত হইবে। ” -Nকমিশনের তহবিল - ১৭। (১) কমিশনের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত অর্থ -3জমা হইবে, যথা: ༄་་་་་་་། (ক) সরকারের নিকট হইতে প্রাপ্ত অর্থ; Q (খ) কমিশন কর্তৃক অন্য যে কোন উৎস হইতে প্রাপ্ত অর্থ। § <。 &S (২) উক্ত তহবিল কমিশনের নামে তৎকর্তৃক অনুমোদিত কোন তফসিলী o ব্যাংকে জমা রাখা হইবে এবং প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উক্ত তহবিল হইতে অর্থ উঠানো যাইবে। (৩) উক্ত তহবিল হইতে কমিশনের যাবতীয় ব্যয় নির্বাহ করা হইবে।