পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/২০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সিলেট সিটি কর্পোরেশন আইন, ২০০১ S$(' - (৪) এই আইনে ভিন্নরূপ বিধান না থাকিলে, কপোরেশনের সভায় সকল সিদ্ধান্ত উপস্থিত কমিশনারগণের সাধারণ সংখ্যা গরিষ্ঠ ভোটে গৃহীত হইবে। (৫) প্রত্যেক কমিশনারের একটি করিয়া ভোট প্রদানের ক্ষমতা থাকিবে, এবং ভোটের সমতার ক্ষেত্রে সভাপতি একটি দ্বিতীয় বা নির্ণায়ক ভোট প্রদান - করিতে পারিবে । ് (৬) কলনে সজা মাের আবা জহর অনুপজিত জহর । কর্তৃক নির্বাচিত কোন কমিশনার সভাপতিত্ব করিবেন। ് (৭) সরকার কর্তৃক এতদুদ্দেশ্যে নির্ধারিত কর্মকর্তাগণ কর্পোরেশনের আমন্ত্রণে উহার সভায় যোগদান এবং সভায় আলোচনায় অংশগ্রহণ করিতে পরিবেন, তবে তাহাদের ভোটাধিকার থাকিবে না। N স্থায়ী কমিটি গঠন 8の| (১) কর্পোরেশন প্রত্যেক বৎসর উহার প্রথম সভায় অথবা যথাশীয় কাহীটি দলি । N (ক) অর্থ ও সংস্থাপন; രു (খ) শিক্ষা; o (গ) স্বাস্থ্য, পল্লৱ পরিকল্পনা এবং স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা; (ঘ) নগর পরিকল্পনা ও উন্নয়ন; (8) ल्लेिर নিরীক্ষা ও রক্ষণ;

  • டு. পূর্ত ও ইমারত নির্মাণ;

- & (ছ) পানি ও বিদ্যুৎ; o (জ) সমাজকল্যাণ ও কমিউনিটি সেন্টার। ২S (২) সরকারের পূর্বনুমোদনক্রমে, কর্পোরেশন, প্রয়ােজনবােধে অন্য কোন © বিষয়ের জন্যও স্থায়ী কমিটি গঠন করিতে পারিবে। so (৩) প্রত্যেক স্থায়ী কমিটি অনধিক ছয়জন সদস্যের সমন্বয়ে গঠিত হইবে, S এবং তাহারা কমিশনারগণ কর্তৃক তাহদের মধ্য হইতে নির্বাচিত হইবেন, তবে so কোন কমিশনার একই সময়ে দুইটির অধিক স্থায়ী কমিটির সদস্য হইবেন না। (৪) মেয়র পদাধিকারবলে সকল স্থায়ী কমিটির সদস্য হইবেন। (৫) প্রত্যেক স্থায়ী কমিটি উহার সদস্যদের মধ্য হইতে উহার একজন চেয়ারম্যান এবং একজন ভাইস-চেয়ারম্যান নির্বাচিত করিবে ।