পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/২১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সিলেট সিটি কর্পোরেশন আইন, ২০০১ কর্পোরেশন তহবিলের প্রয়োগ কর্পোরেশন তহবিলের উপর দায় ལྟ་བ་གང་མང་་ o § so ost কর্পোরেশন তহবিল হইতে জনস্বার্থে অর্থ ব্যয় ২০৩ ৬৪। কর্পোরেশন তহবিলের অর্থ নিম্নলিখিত খাতে অগ্রাধিকারের ভিত্তিতে ব্যয় করা যাইবে, যথা: কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ও ভাতা প্রদান; এই আইনের অধীনে কর্পোরেশন-তহবিলের উপর দায়যুক্ত ব্যয়; এই আইন বা আপাতত বলবৎ অন্য কোন আইন দ্বারা ন্যস্ত কর্পোরেশনের দায়িত্ব সম্পাদন এবং কর্তব্য পালনের জন্য ব্যয়: কর্পোরেশন-তহবিলের উপর দায়যুক্ত ব্যয়। Goo ৬। (১)কর্পোরেশন তহবিলের উপর দায়ক্তবায়ন্ত্ৰি হইবে: (ক) প্রধান নির্বাহী কর্মকর্তা বা কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী এবং কর্পোরেশনের চাকুরীতে নিয়োজিত সরকারী কর্মচারীদের জন্য প্রদেয় অর্থ; o

  • CN (*) নির্বাচন পরিচালনার হিসাব-নিরীক্ষা বা এই সংক্রান্ত অন্য কোন

করেখে o میر” কোন আদালত বা ট্রাইব্যুনাল কর্তৃক কর্পোরেশনের বিরুদ্ধে প্রাপ্ত কোন রায়, ডিক্রি বা রোয়েদাদ কার্যকর করিবার জন্য প্রয়োজনীয় যে কোন অর্থ; (*)

(o) সরকার কর্তৃক দায়যুক্ত বলিয়া ঘোষিত অন্য যে কোন ব্যয়। (২) তহবিলের উপর দায়যুক্ত ব্যয়ের খাতে যদি কোন অর্থ অপরিশোধিত থাকে তাহা হইলে, যে ব্যক্তির হেফাজতে উক্ত তহবিল থাকিবে সেই ব্যক্তিকে সরকার, আদেশ দ্বারা, উক্ত তহবিল হইতে যতদূর সম্ভব ঐ অর্থ পরিশোধ করার নির্দেশ দিতে পারবে। ৬৬। কর্পোরেশনের চলতি বাজেটে কোন ব্যয় অনুমোদিত না থাকিলে এবং উহাতে পর্যাপ্ত উদৃত্ত না থাকিলে, উহা হইতে কোন অর্থ ব্যয় করা যাইবে না: তবে শর্ত থাকে যে, ধারা ৬৪ অনুযায়ী ব্যয়িত অর্থের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হইবে না। ৬৭। (১) সরকারের লিখিত নির্দেশে, মেয়র, জনস্বার্থে যে কোন সময়ে তহবিল হইতে, অস্থায়ীভাবে, অর্থ প্রদান করিতে পারিবেন। NQo്