পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/২১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সিলেট সিটি কর্পোরেশন আইন, ২০০১ ২১১ চিকিৎসা-সাহায্য, ৯২। কর্পোরেশন, প্রয়োজনীয় বিবেচনা করিলে বা সরকার নির্দেশ দিলে, ইত্যাদি নিম্নবর্ণিত বিষয় সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করিবে, যথা: (ক) প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপন ও পরিচালনা; (খ) ভ্ৰাম্যমান চিকিৎসা সাহায্য ইউনিটের স্থাপন ও পরিচালনা; è (গ) চিকিৎসা সাহায্য প্রদানকল্পে সমিতি গঠনে উৎসাহদান; ് (ঘ) চিকিৎসা বিদ্যার উন্নয়ন: ക് (ঙ) চিকিৎসা সাহায্যের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে অর্থ প্রদান এবং o o o (চ) স্কুল ছাত্রদের স্বাস্থ্য পরীক্ষা। § ... পানি সরবরাহ ৯৩। (১) আপাততঃ বলবৎ अना कोने আইন সাপেক্ষে, কপোরেশন নগরীতে সাধারণ ও ব্যক্তিগত ব্যবহারের জন্য পাণ্ড পরিমাণে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করিবে। o (২) কর্পোরেশন, প্রয়োজনীয় বিবেচনা করিলে অথবা সরকার নির্দেশ দিলে, পানি সরবরাহ, সঞ্চয় ও বিতরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিধি অনুযায়ী পানি সরবরাহ প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করিতে পারবে। NJ (b) যেনেলের সাহায্যেপনি সরবরাহের বাস্থ কৰা হয় সেক্ষেত্র সরবরাহের ব্যবস্থা করিতে পারবে এবং তজ্জন্য অর্থ আদায় করিতে পারবে। O পনিসররাহের ১ ৯৪। (১) নগরীর অভ্যন্তরে সকল বেসরকারী পানি সরবরাহের উৎস I্যক্তি *fräfre পরিদর্শনাধীন থাকিবে। s (২) কর্পোরেশনের অনুমোদন ব্যতীত পানীয় জলের জন্য কোন নূতন কূপ Q খনন, নলকূপ স্থাপন অথবা পানি সরবরাহের জন্য অন্য কোন উৎসের ব্যবস্থা o করা যাইবে না। so (৩) পানীয় জলের জন্য ব্যবহৃত কোন বেসরকারী পানি সরবরাহের So উৎসের মালিক বা নিয়ন্ত্রণকারীকে কর্পোরেশন নোটিশ দ্বারা (ক) উহা যথাযথ অবস্থায় রাখার এবং সময় সময় উহার পলি, আবর্জনা ও পচনশীল দ্রব্যাদি অপসারণ করার;