পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/২২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

こ>br সিলেট সিটি কর্পোরেশন আইন, ২০০১ পঞ্চম পরিচ্ছেদ শহর পরিকল্পনা ১১৫। কর্পোরেশন নগরীর জন্য একটি মহাপরিকল্পনা প্রণয়ন করিতে মহাপরিকল্পনা পারিবে এবং উহাতে অন্যান্য বিষয়ের মধ্যে নিম্নবর্ণিত বিষয়াদির বিধান থাকিবে (ক) নগরীর ইতিহাস, পরিসংখ্যান, জনকল্যাণমূলক এবং অন্যান্য নির্ধারিত বিষয়াদির বিবরণ সম্বলিত একটি জরিপ: (খ) নগরীর কোন এলাকার উন্নয়ন ও সম্পপ্রসারণ; এবং পুনঃনির্মাণ সম্পর্কে বিধি-নিষেধ ও নিয়ন্ত্রণ। - ് . -- o (*) নগরীর মধ্যে কোন এলাকায় জমির উন্নতিসাধন ইমারত নিৰ্মাণ বা ২ ১১৬। (১) ধারা ১১৫ এর অধীনে প্রণীত কোন মহাপরিকল্পনা সরকার জমির উন্নয়ন প্রকল্প কর্তৃক অনুমোদিত হইলে, অনুমোদিত মহাপরিকল্পনার অন্তর্ভুক্ত কোন এলাকায় কোন জমির মালিক উক্ত এলাকার জন্য বিধি অনুযায়ী প্রণীত জমি উন্নয়ন প্রকল্পের সহিত অসামঞ্জস্য হয় এইভাবে মহাপরিকল্পনায় নির্ধারিত পরিমাণের অধিক কোন জমির উন্নয়ন সাধন বা উহাতে কোন ইমারত নির্মাণ বা পুনঃনির্মাণ করিতে পারিবে না। o (S) কোন জমি উন্নয়ন পরিকল্পনায় অন্যান্য বিষয়ের মধ্যে নিম্নবর্ণিত বিষয়াদির বিধান থাকিবে, যথা- o (ক) কোন এলাকাকে বিভিন্ন প্লটে বিভক্তকরণ: (খ) রাস্তা, নর্দমা ও খালি জায়গার ব্যবস্থাকরণ; (গ) জনসাধারণের ব্যবহারের জন্য সংরক্ষিত এবং কর্পোরেশনকে হস্তান্তরিত হইবে এইরূপ জমি; (༢)ཞེས་ཁོ་ জমি কর্পোরেশন অধিগ্রহণ করিবে: So প্লটসমূহের মূল্য; & (চ) কোন স্থানের মালিকের খরচে সম্পাদনীয় কার্য; এবং (ছ) এলাকার উন্নতিসাধনের জন্য প্রয়োজনীয় সময়। ১১৭। (১) জমি উন্নয়ন প্রকল্প কর্পোরেশনের পরিদর্শনাধীনে নিয়ন্ত্রণ ও জমি বাস্তবায়িত করা হইবে, এবং ইহা বাস্তবায়নের ব্যাপারে কর্পোরেশন প্রয়োজনীয় নির্দেশ প্রদান করিতে পারিবে । উন্নয়ন প্রকল্প করা