পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/২৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২২ সিলেট সিটি কর্পোরেশন আইন, ২০০১ অষ্টম পরিচ্ছেদ জননিরাপত্তা ১২৭। (১) কর্পোরেশন অগ্নিনিরোধ ও অগ্নিনির্বাপণের জন্য দমকল বাহিনী অগ্নি নির্বাপণ গঠন করিতে পারিবে এবং উহার সদস্য সংখ্যা, যানবাহন, যন্ত্রপাতি ও NONসরঞ্জামাদি নির্ধারিত হইবে। o নগরীতে o (২) নগরীতে কোন অগ্নিকাণ্ড ঘটিলে, কোন ম্যাজিষ্ট্রেট অথবা দমকল N বাহিনীর কার্য পরিচালনাকারী কোন কর্মকর্তা কিংবা অনূ্যন সাব-ইন্সপেক্টরের পদ o o, (ক) কোন ব্যক্তি অগ্নিনির্বাপক কার্যে অথবা যান-মাল রক্ষার ব্যাপারে বাধা o প্রদানব হস্তক্ষেপ করলে তাঁহাকে অপসারণ করতে বা অপসারণের ২ আদেশ প্রদান করিতে পারিবেন; so (খ) অগ্নিকাণ্ডের স্থানে বা উহার পার্শ্ববর্তী এলাকায় যে কোন রাস্তা বা পথ বন্ধ করিয়া দিতে পারিবেন; o (গ) অগ্নিনির্বাপণের উদ্দেশ্যে যে কোন বাড়ীঘর সম্পূর্ণ বা আংশিকভাবে ভাংগিয়া দিতে পারবেন অথবা উহার মধ্য দিয়ে অগ্নিনির্বাপণকারী পানির পাইপ ও যন্ত্রপাতি নেওয়ার জন্য পথের ব্যবস্থা করিতে পারিবেন; o (ঘ) যে স্থানে অগ্নিকাণ্ড ঘটিয়াছে সে স্থানে পানির চাপ বৃদ্ধির উদ্দেশ্যে উহার চতুৰ্পার্শ্বে অবস্থিত যে কোন পাইপ বন্ধ করিয়া দিতে পারবেন; No (ঙ) অগ্নিনির্বাপক গাড়ীর দায়িত্বে নিয়োজিত কোন ব্যক্তিকে অগ্নিনির্বাপণে সম্ভাব্য সকল সাহায্য দানের আহবান জানাইতে পরিবেন; (চ) যান-মাল রক্ষার্থে অন্য যে কোন ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন। o o (৩) এই ধারার অধীনে কোন কিছু করা হইলে অথবা সরল বিশ্বাসে করার জন্য ইচ্ছা করা হইলে তজ্জন কোন ব্যক্তিকে কোন ক্ষতিপূরণ দিতে হইবে না। (৪) উপ-ধারা (৩)-এ অথবা অন্য কোন আইনে বা কোন বীমা পলিসিতে যাহাই থাকুক না কেন, এই ধারার অধীনে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করার ফলে अकिञ्जनिङ कडि बनता था इस्त। sò ১২৮। কর্পোরেশন বেসামরিক প্রতিরক্ষার জন্য দায়ী হইবে এবং বেসামরিক প্রতিরক্ষা CŞ এতদুদ্দেশ্যে উহা নির্ধারিত কার্যাবলী সম্পন্ন করিবে। ১২৯। বন্যা প্রতিরোধ করিবার, বন্যা দূর্গত এলাকা হইতে জনগণকে বন্যা উদ্ধার করিবার এবং বন্যা কবলিত জনগণকে সাহায্য করিবার জন্য কর্পোরেশন প্রয়োজনীয় নৌকা, সাজসরঞ্জাম এবং যন্ত্রপাতির ব্যবস্থা করিবে।