পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/২৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

こb সিলেট সিটি কর্পোরেশন আইন, ২০০১ ২৩। কর্পোরেশন কর্তৃক কৃত কোন বিশেষ কার্যের জন্য ফিস। ২৪। পশু জবাই দেওয়ার জন্য ফিস। ২৫। এই আইনের যে কোন বিধানের অধীনে অনুমোদিত অন্য কোন ফিস। ২৬। সরকার কর্তৃক আইন বলে আরোপণীয় অন্য কোন কর। তৃতীয় তফসিল O (ধারা ১৫৭ দ্রষ্টব্য) o এই আইনের অধীনে অপরাধসমূহ ് ১। কর্পোরেশন কর্তৃক আইনানুগতভাবে ধার্যকৃত কর, টােল, রেইট, সেস ও o ফিস ফাকি দেওয়া। & & এই আইন বা কোন বিধি বা প্রবিধানের অধীনে যে সকল বিষয়ে কর্পোরেশন তথ্য সরবরাহে ব্যর্থতা বা উহার নিকট ভুল তথ্য সরবরাহ করা।-২১ ৩। এই আইন বা কোন বিধি বা প্রবিধানের বিধান অনুযায়ী যে কাৰ্য্যের জন্য লাইসেন্স বা অনুমতি প্রয়োজন হয়, সেই কার্য বিনা লাইসেন্স বা বিনা অনুমতিতে সম্পাদন। *- രു ৪ । এই আইনের অধীনে প্রয়োজনীয় অনুমোদন ব্যতিরেকে ইহার নির্মাণ বা পুনঃনির্মাণ। o ৫। এই আইনের অধীনে প্রয়োজনীয় অনুমোদন ব্যতিরেকে কোন এলাকার উন্নয়ন। o や)| কর্পোরেশনের অনুমোদন ব্যতিরেকে কোন রাস্তা নির্মাণ বা নির্মাণ কার্য পরিচালনা । so ৭। কর্পোরেশনের অনুমোদন ব্যতিরেকে সর্বসাধারণের ব্যবহার্য কোন জনপথে অবৈধ পদার্পণ। ৮। এই আইনের অধীনে প্রয়োজনীয় অনুমতি ব্যতিরেকে কোন রাস্তার উপরে রাস্তাকে যানবাহন বা জীবজন্তুকে থামাইয়া তাঁবু খাটাইবার স্থান হিসাবে ব্যবহার করা। গৃহপালিত জীবজন্তুকে ইতস্ততঃ ঘুরিয়া বেড়াইতে দেওয়া। পায়খানার গর্ত বা নালা হইতে মলমূত্র বা অন্য কোন ক্ষতিকর পদার্থ কোন জনপথ বা সর্বসাধারণের ব্যবহার্য কোন স্থানের উপর ছড়াইয়া পড়িতে বা গড়াইয়া যাইতে দেওয়া বা এতদুদ্দেশ্যে ব্যবহৃত নয় এই প্রকার কোন নর্দমা, খাদ বা পয়ঃপ্রণালীর উপর পতিত হইতে দেওয়া। هج