পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/২৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২88 সিলেট সিটি কর্পোরেশন আইন, ২০০১ ১৪। কর্পোরেশনের সম্পদ বা তহবিল অবচয় বা অপপ্রয়োগকারী ব্যক্তির দায়িত্ব নির্ধারণ পদ্ধতি। ১৫ । সম্পত্তি নিবন্ধিকরণ ও প্রতিপাদন ও উহার হিসাব রক্ষণ । ১৬। কর, রেইট, টোল, ফিস ও অন্যান্য দাবী নির্ধারণ, উসুল ও নিয়ন্ত্রণ পদ্ধতি এবং তৎসম্পর্কে করদাতাদের দায়িত্ব। ১৭। অকট্রয় (Octroi) ফাকি বন্ধকরণ, অকট্রয় আদায়যোগ্য মালের তল্লাশী ও অকট্রয় আদায়ের জন্য পরিচালিত অভিযান দাবী। ১৮। কর এবং অন্যান্য দাবী, বিল ও নোটিশ জারী পদ্ধতি, ক্রোক ও বিক্রিপূর্বক কর এবং অন্যান্য দাবী আদায় পদ্ধতি, অনাদায়যোগ্য দাবী খারিজ। ১৯। এই আইনের অধীনে বিধি ধারা নির্ধারণযোগ্য অন্যান্য বিষয়। o পঞ্চম তফসিল s ধারা (ধারা ১৬৫ দ্রষ্টব্য) ് X | & ○ | 8 | G | W)| 어 | じ | あ l কর্পোরেশন ও উহার কমিটিসমূহের সভার কার্য পরিচালনা।" স্থায়ী কমিটি এবং অন্যান্য কমিটির সদস্য, চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান নির্বাচন । N. স্থায়ী কমিটির কার্যাবলী। o জনগণের অভিযোগের প্রতি দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে মূলতবী প্রস্তাব। সভা অভিযাচন । ës সভার কার্যবিবরণী লিপিবদ্ধকরণ। সিদ্ধান্ত বাস্তবায়ন। so সাধারণ সীলমোহর হেফাজত ও ব্যবহার। কর্পোরেশন দপ্তর ও উপ-দপ্তর স্থাপন এবং উহাদের কার্যপদ্ধতি নির্ধারণ। & ১০। লাইসেন্স প্রদান পদ্ধতি। SS I সরকারী ও বেসরকারী মেলা অনুষ্ঠান ও উৎসব পালন, উক্তরূপ মেলা ও উৎসবের স্থানে দোকানপাট ও আমোদ-প্রমোদের স্থানের জন্য লাইসেন্স প্রদান, বেসরকারী মেলার জন্য লাইসেন্স প্রদান, মেলা ও উৎসবাদি e$ ఏవ | সর্বসাধারণের জন্য চিত্তবিনোদন, আমোদ-প্রমোদ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের চিত্তবিনোদন ও আমোদ-প্রমোদের জন্য স্থানের লাইসেন্স প্রদান, সর্বসাধারণের চিত্তবিনোদন ও আমোদ-প্রমোদের স্থানে লোকজনের আচার-আচরণ নিয়ন্ত্রণ।