পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/২৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬৬ বরিশাল সিটি কর্পোরেশন আইন, このの) নিৰ্বাচনট্রাইব্যুনাল ও ৩১। এই আইনের অধীনে নির্বাচন সম্পর্কিত বিরোধ নিম্পত্তির উদ্দেশ্যে ীি নির্বাচন কমিশন একজন সাব-জজ পদমর্যাদার বিচার বিভাগীয় কর্মকর্তার সমন্বয়ে প্রয়োজনীয় সংখ্যক নির্বাচন ট্রাইব্যুনাল এবং একজন জেলাজজ পদমর্যাদার বিচার বিভাগীয় কর্মকর্তার সমন্বয়ে প্রয়োজনীয় সংখ্যক নির্বাচন আপীল ট্রাইব্যুনাল গঠন করিবে। 。 নির্বাচন দরখাস্ত ৩২। নির্বাচন কমিশন নিজ উদ্যোগে অথবা এতদুদেশে কোন এক পক্ষেরত্ৰ আবেদনের প্রেক্ষিতে মামলার যে কোন পর্যায়ে কোন নির্বাচনী দরখাস্ত বা আপীল এক ট্রাইব্যুনাল হইতে অন্য ট্রাইব্যুনালে অথবা ক্ষেত্রমতে, এক আপীল ট্রাইব্যুনাল হইতে অন্য আপীল ট্রাইব্যুনালে বদলী করিতে পারিবে; এবং যে ট্রাইব্যুনালে বা আপীল ট্রাইব্যুনালে তাহা বদলী করা হয় সেই ট্রাইব্যুনাল বা আপীল ট্রাইব্যুনাল উক্ত দরখাস্ত বা আপীল যে পর্যায়ে বদলী করা হইয়াছে সেই পর্যায় হইতে উহার বিচার কার্য চলিতে থাকিবে: so তবে শর্ত থাকে যে, নির্বাচনী দরখাস্ত বা আপীল যে ট্রাইব্যুনাল বা আপীল ট্রাইব্যুনালে বদলী করা হইয়াছে সেই ট্রাইব্যুনাল উপযুক্ত মনে করিলে ইতোপূর্বে পাতলা নামে তিনি। ಕ್ಲಿಕ್ಗ ৩৩। নির্বাচনী দরখাস্ত ও আপীল দায়েরের পদ্ধতি, ট্রাইব্যুনাল ও আপীল ট্রাইব্যুনালসমূহের এখতিয়ার ও ক্ষমতা, সংশ্লিষ্ট পক্ষকে প্রদেয় প্রতিকার এবং আনুষঙ্গিক সকল বিষয় বিধি দ্বারা নির্ধারিত হইবে। so চতুর্থ পরিচ্ছেদ o কর্পোরেশনের কার্যাবলী কর্পোরেশনের ৩৪। বিধি এবং সরকার কর্তৃক সময় সময় প্রদত্ত নির্দেশ সাপেক্ষে, কাযাব কর্পোরেশন, উহার তহবিলের সদৃতি অনুযায়ী চতুর্থ ভাগে বর্ণিত কর্পোরেশন কর্তৃক অবশ্য সম্পাদনীয় কার্যাবলী সম্পাদন করিবে এবং উক্ত ভাগে বর্ণিত So অন্যান্য কার্যাবলীও সম্পাদন করিতে পরিবে এবং কর্পোরেশন কর্তৃক সম্পাদন করা যথাযথ মৰ্মে সরকার কর্তৃক ঘোষিত হইলে অন্য যে কোন কাজও করিতে o পারিবে । No. সরকারের নিকট ৩৫। এই আইনে অথবা আপাততঃ বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই so ಧ್ಧಿੋਸ਼ থাকুক না কেন, সরকার প্রয়োজনবোধে তৎকর্তৃক নির্ধারিত শর্ত সাপেক্ষে,ost t (ক) কর্পোরেশন কর্তৃক পরিচালিত কোন প্রতিষ্ঠান বা কর্ম, সরকারের ব্যবস্থাপনায় বা নিয়ন্ত্রণে; এবং (খ) সরকার কর্তৃক পরিচালিত কোন প্রতিষ্ঠান বা কর্ম কর্পোরেশনের ব্যবস্থাপনায় বা নিয়ন্ত্রণে হস্তান্তর করার নির্দেশ দিতে পারিবে।