পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/২৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՏԳՆ বরিশাল সিটি কর্পোরেশন আইন, このの) (৩) কর্পোরেশন প্রয়োজনবোধে কোন বিশেষ উদ্দেশ্যে পৃথক তহবিল গঠন তহবিল গঠন করিবে এবং নির্ধারিত পদ্ধতিতে উহা পরিচালনা করিবে। কর্পোরেশন ৬৪। কর্পোরেশন তহবিলের অর্থ নিম্নলিখিত খাতে অগ্রাধিকারের ভিত্তিতে NQতহবিলের প্রয়োগ ব্যয় করা যাইবে, যথা:- ് প্রথমতঃ কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ও ভাতা প্রদান:3 o দ্বিতীয়তঃ এই আইনের অধীনে কর্পোরেশন তহবিলের উপর দয়ত ব্যয়; ും. তৃতীয়তঃ এই আইন বা আপাততঃ বলবৎ অন্য কোন আইন দ্বারা ন্যস্ত কর্পোরেশনের দায়িত্ব সম্পাদন এবং কর্তব্য পালনের জন্য ব্যয়; མིང་།༣ চতুর্থতঃ সরকারের পূর্বানুমোদনক্রমে কর্পোরেশন কর্তৃক ঘোষিত QN ৬৫। (১) কর্পোরেশন তহবিলের উপর দায়যুক্ত ব্যয় নিম্নরূপ হইবে: (ক) প্রধান নির্বাহী কর্মকর্তাব কর্পোরেশনের অনান কর্মকর্তা ও কর্মচারী এবং কর্পোরেশনের চাকুরীতে নিয়োজিত সরকারী কর্মচারীদের জন্য (*) নির্বাচন পরিচালনার হিসাব-নিরীক্ষা বা এই সংক্রান্ত অন্য কোন বিষয়ের জন্য কর্পোরেশন কর্তৃক প্রদেয় অর্থ (গ) কোন আদালত বা ট্রাইব্যুনাল কর্তৃক কর্পোরেশনের বিরুদ্ধে প্রাপ্ত No কোন রায়, ডিক্রি বা রোয়েদাদ কার্যকর করিবার জন্য প্রয়োজনীয় যে কোন অর্থ; কর্পোরেশন S. (২) তহবিলের উপর দায়যুক্ত ব্যয়ের খাতে যদি কোন অর্থ অপরিশোধিত Q থাকে তাহা হইলে, যে ব্যক্তির হেফাজতে উক্ত তহবিল থাকিবে সেই ব্যক্তিকে O ് (ঘ) সরকার কর্তৃক দায়যুক্ত বলিয়া ঘোষিত অন্য যে কোন ব্যয়। No § সরকার আদেশ দ্বারা, উক্ত তহবিল হইতে যতদূর সম্ভব ঐ অর্থ পরিশোধ করার *S নির্দেশ দিতে পারিবে । § বাজেট মঞ্জুরী ৬৬। কর্পোরেশনের চলতি বাজেটে কোন ব্যয় অনুমোদিত না থাকিলে এবং ost শতিকাগজ" উহাতে পর্যাপ্ত উদৃত্ত না থাকিলে, উহা হইতে কোন অর্থব্যয় করা যাইবে না: তবে শর্ত থাকে যে, ধারা ৬৪ অনুযায়ী ব্যয়িত অর্থের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হইবে না।