পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/২৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বরিশাল সিটি কর্পোরেশন আইন, ২০০১ ২৭৯ ৭২। (১) সরকার, বিধি দ্বারা- কর্পোরেশনের (ক) কর্পোরেশনের মালিকানাধীন বা উহার উপর ন্যস্ত সম্পত্তির ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের জন্য বিধান করিতে পারিবে: (খ) উক্ত সম্পত্তির হস্তান্তর নিয়ন্ত্রণ করিতে পরিবে। è (২) কর্পোরেশন- & No (ক) উহার মালিকানাধীন বা উহার উপর বা উহার তত্ত্বাবধানে ন্যস্ত যে SS কোন সম্পত্তির রক্ষণাবেক্ষণ, পরিদর্শন ও উন্নয়ন করিতে পারিবে: ് (খ) এই আইন বা বিধির উদ্দেশ্য পূরণকল্পে উক্ত সম্পত্তি কাজে লাগাইতে o পারিবে: o (গ) সরকারের পূর্বানুমোদনক্রমে, দান, বিক্রয়, বন্ধক, ইজারা বা বিনিময়ের মাধ্যমে বা অন্য কোন পন্থায় যে কোন সম্পত্তি অর্জন বা হস্তান্তর করিতে পারিবে । do & ৭৩। মেয়র বা কমিশনার বা কর্পোরেশনের কোন কর্মকর্তা বা কর্মচারী কর্পোরেশনের নিকট অথবা প্রশাসনের দায়িত্ব প্রাপ্ত বা কর্পোরেশনের পক্ষে কর্মরত কোন ব্যক্তির প্রত্যক্ষ গাফিলতি বা অসদাচরণের কারণে কর্পোরেশনের কোন অর্থ বা সম্পদের লোকসান অপচয় বা অপপ্রয়ােগ হইলে তিনি উহার জন্য দায়ী থাকবেন এবং নির্ধারিত পদ্ধতিতে সরকার এই দায়-দায়িত্ব নিরূপণ করিবে এবং যে অর্থ বা (Public Demand) হিসাবে তাহার নিকট হইতে আদায়যোগ্য হইবে। डिीचा विस्त কর্পোরেশনের করারোপণ 8ಿರಾಕಿ করারোপণ তফসিলে বর্ণিত সকল অথবা যে কোন কর, রেইট, টোল, সেস ও ফিস আরোপ করিতে পরিবে । ཨཱ་ཝུའུ་ཁུང་ ৭৫। (১) কর্পোরেশন কর্তৃক ধারা ৭৪ এর অধীনে আরোপিত সমুদয় কর, প্রজ্ঞাপন ও কর রেইট, টােল, সেস ও ফিস সরকারী গেজেটে প্রকাশ করিতে হইবে এবং সরকার "শ" so ভিন্নরূপ নির্দেশ প্রদান না করিলে তাহা প্রাক-প্রকাশনা সাপেক্ষ হইবে। CŞ (২) কোন কর, রেইট, টােল, সেস বা ফিস উহার অনুমোদনকারী কর্তৃপক্ষ কার্যকর হইবে।