- বরিশাল সিটি কর্পোরেশন আইন, ২০০১ ૨છે. ব্যাখ্যা - এই ধারায় “পশু” বলিতে শিং বিশিষ্ট সকল প্রকার গবাদি পশু, হাতি, উট, ঘোড়া, টাটু-ঘোড়া, গাধা, খচ্চর, হরিণ, ভেড়া, ছাগল, শুকর, কুকুর, বিড়াল এবং অন্যান্য বৃহদাকার পশুকে বুঝাইবে। পঞ্চম পরিচ্ছেদ - o শহর পরিকল্পনা o - ১১৫। কপোরেশন নগরীর জন্য একটি মহাপরিকল্পনা প্রণয়ন করিতে মারি ১ পারিবে এবং উহাতে অন্যান্য বিষয়ের মধ্যে নিম্নবর্ণিত বিষয়াদির বিধান ് থাকিবে (ক) নগরীর ইতিহাস, পরিসংখ্যান, জনকল্যাণমূলক এবং অন্যান্য & নির্ধারিত বিষয়াদির বিবরণ সম্বলিত একটি জরিপ: wo (খ) নগরীর কোন এলাকার উন্নয়ন ও সম্প্রসারণ; এবং ് (গ) নগরীর মধ্যে কোন এলাকায় জমির উন্নতিসাধন, ইমারত নির্মাণ বা পুনঃনির্মাণ সম্পর্কে বিধি-নিষেধ ও নিয়ন্ত্রণ। šo ১১৬। (১) ধারা ১১৫ এর অধীনে প্রণীত কোন মহাপরিকল্পনা সরকার জমির উন্নয়ন প্রকল্প কর্তৃক অনুমোদিত হইলে, অনুমোদিত মহাপরিকল্পনার অন্তর্ভুক্ত কোন এলাকায় কোন জমির মালিক উক্ত এলাকার জন্য বিধি অনুযায়ী প্রণীত জমি উন্নয়ন প্রকল্পের সহিত অসামঞ্জস্য হয় এইভাবে মহাপরিকল্পনায় নির্ধারিত পরিমাণের অধিক কোন জমির উন্নয়ন সাধন বা উহাতে কোন ইমারত নির্মাণ বা পুনঃনির্মাণ করিতে পারিবে না। s ുപ്പ് -o-, *, (২) কোন জমি উন্নয়ন পরিকল্পনায় অন্যান্য বিষয়ের মধ্যে নিম্নবর্ণিত দিনিবাবে বা
ിപ്പ് (ক) কোন এলাকাকে বিভিন্ন প্লটে বিভক্তকরণ;
@No (খ)-রাস্তা, নর্দমা ও খালি জায়গার ব্যবস্থাকরণ; ઉ () জনসাধারণের ব্যবহারের জন্য সংরক্ষিত এবং কর্পোরেশনকে হস্তান্তরিত § হইবে এইরূপ জমি; so (ঘ) কোন জমি কর্পোরেশন অধিগ্রহণ করিবে: ost (ঙ) প্লটসমূহের মূল্য; (চ) কোন স্থানের মালিকের খরচে সম্পাদনীয় কার্য; এবং (ছ) এলাকার উন্নতিসাধনের জন্য প্রয়োজনীয় সময়।