পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৩০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বরিশাল সিটি কর্পোরেশন আইন, ২০০১ ఎగ్సిస్సి (ছ) সরকারের পূর্ব অনুমোদনক্রমে (১) শিক্ষা সমিতির উন্নয়নের সহায়তা দান করিতে পারিবে: (২) শিক্ষা জরিপ ব্যবস্থা এবং শিক্ষা বিষয়ক প্রকল্প বাস্তবায়ন ് (৩) বিদ্যালয়ের ছেলে-মেয়েদের জন্য বিনামূল্যে বা স্বল্পমূল্য No প্রদানে দুগ্ধ ও খাদ্য সরবরাহের ব্যবস্থা গ্রহণ করিতে পরিবে: * এবং Q ് (জ) শিক্ষার উন্নয়নে সহায়ক অন্যান্য ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে। SS - একাদশ পরিচ্ছেদ so সংস্কৃতি o ১৪২। কর্পোরেশন- o সংস্কৃতি o (ক) পৌরশিক্ষার প্রসারে এবং সমাজ উন্নয়ন ও জনস্বার্থে সম্পাদিত o (খ) সর্বসাধারণের প্রতিষ্ঠান ও ব্যবহার্য জায়গায় রেডিও সেটের ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ করিতে পারিবে; o (গ) যাদুঘর ও আর্টগ্যালার স্থান এবং উহার রক্ষিত জিনিসপত্রের ുപ്പ് (ঘ) পাবলিক হল ও সমাজ কেন্দ্র স্থাপন ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করিতে পারিবে: o - (ঙ) স্বাধীনতা দিবস ও অন্যান্য জাতীয় ছুটির দিনগুলি উদযাপন করিবার ব্যবস্থা করিতে পারিবে: - Co. (চ) কর্পোরেশনের আগমনকারী বিশিষ্ট মেহমানদের সম্বর্ধনার ব্যবস্থা ২১ করিতে পরিবে: so জাতীয় ভাষার ব্যবহারে উৎসাহ দান করিতে পারিবে: o (জ) জনসাধারণের মধ্যে শরীর চর্চা, ব্যায়াম ও খেলাধুলার উৎসাহ দান ് এবং র্যালী ও টুর্নামেন্ট পরিচালনা করিতে পরিবে: (ঝ) নগর ভ্রমণের ব্যবস্থা করিতে পারিবে; (ঞ) নগরীর ঐতিহাসিক বৈশিষ্ট্যপূর্ণ স্থানসমূহ সংরক্ষণের জন্য ব্যবস্থা করিতে পারিবে;