পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৩৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইন, ২০০১ ԾՏԳ (શ) মনোনীত যে কোন সদস্যের মনোনয়ন বাতিলক্রমে সরকার তাহার সদস্যপদের অবসান ঘটাইতে পারিবে: (গ) মনোনীত যে কোন সদস্য সভাপতির উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্র যোগে তাহার সদস্যপদ ত্যাগ করিতে পারিবেন। NQ ৯। নির্বাহী কমিটির দায়িত্ব ও কার্যাবলী হইবে নিম্নরূপ, যথা:- f్వ (ক) সমন্বয় কমিটি কর্তৃক গৃহীত সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়ন করা: o (খ) এই আইনের বিধানাবলী এবং প্রতিবন্ধী বিষয়ক জাতীয় নীতিমালা ് বাস্তবায়নের লক্ষ্যে সমন্বয় কমিটির নিকট যথাযথ সুপারিশ পেশ <foo করা; & o (*) (ঘ) (8) প্রতিবন্ধীদের পুনর্বাসন, শিক্ষা, কর্মসংস্থান, প্রশিক্ষণসহ সার্বিক • অবস্থার উন্নয়ন নিশ্চিতকরণে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণপূর্বক তাহা অনুমোদনের জন্য সমন্বয় কমিটির নিকট পেশ করা: ് o জেলা কমিটির কার্যাবলী পরিবীক্ষণ এবং সমন্বয় কমিটির নির্দেশনা সাপেক্ষে তদারকীও প্রয়ােজনীয় নির্দেশকের Y এই উপ-ধারায় বর্ণিত কার্যাদি পালনের জন্য আনুষংগিক সকল ব্যবস্থা গ্রহণ। o o ১০। (১) নির্বাহী কমিটির দায়িত্ব ও কার্যবলী সুষ্ঠুভাবে সম্পাদনে উহাকে নিয়মিদি সহায়তা করার জন্য- So (ক) (*) সরকার একটি কার্যালয় প্রতিষ্ঠা করিতে পারিবে; বা എു সরকার তৎকর্তৃক মনােনীত কোন প্রতিষ্ঠান বা সংস্থাকে, নির্বাহী কমিটির কার্যালয়রূপে নিয়োগ করিতে পারিবে । to ব্যাখ্যা - শুধুমাত্র দফা (খ) এর অধীনে নিযুক্তির কারণে উক্ত সংস্থা সরকারী সংস্থা হিসাবে বা উহার কোন সদস্য বা কর্মকর্তা বা কর্মচারী বা o তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তি সরকারী কর্মচারী হিসাবে গণ্য হইবেন না। ৩১ (২) উপ-ধারা (১)(খ) এর অধীনে সরকার কোন প্রতিষ্ঠান বা সংস্থাকে CŞ §ಳ್ತಿ S" তৎকর্তৃক ক্ষমতা প্রদত্ত উহার কোন সদস্য বা কর্মকর্তা বা অন্য কোন ব্যক্তি নির্বাহী কমিটির নির্দেশিত দায়িত্ব পালন করিতে পারিবেন। ১১। (১) এই ধারার অন্যান্য বিধানাবলী সাপেক্ষে, নির্বাহী কমিটি ইহার নির্বাহী কমিটির সভা সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে।