পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৩৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২৮ বাংলাদেশ প্রতিবন্ধ কল্যাণ আইন, こののふ (২) প্রতি তিন মাসে নির্বাহী কমিটির অনূ্যন একটি সভা অনুষ্ঠিত হইবে। (৩) নির্বাহী কমিটির সভা ইহার সভাপতি কর্তৃক নির্ধারিত স্থান ও সময়ে অনুষ্ঠিত হইবে। (৪) নির্বাহী কমিটির সভাপতি উহার সকল সভায় সভাপতিত্ব করবেন - এবং তাহার অনুপস্থিতিতে তৎকর্তৃক নির্দেশিত কোন সদস্য বা এইরূপ কোন ত্ৰ নির্দেশ না থাকিলে সভায় উপস্থিত সদস্যদের দ্বারা নির্বাচিত অন্য কোন সদস্য সভায় সভাপতিত্ব করিবেন। CŞ (৫) নির্বাহী কমিটির সভার কোরামের জন্য মোট সদস্য সংখ্যার অনুন এক-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতির প্রয়োজন হইবে। & o (৬) নির্বাহী কমিটির সভায় সাধারণভাবে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হইবে এবং এইরূপ ভোট গ্রহণের ক্ষেত্রে প্রত্যেক সদস্যের একটি করিয়া ভোট থাকিবে এবং ভোটে সমতার থাকিবে । ത് è (৭) শুধুমাত্র কোন সদস্যপদে শূন্যতা বা নির্বাহী কমিটি গঠনে ক্রটি থাকার কারণে ইহার কোন কার্য বা কার্যধারা অবৈধ হইবে না এবং তৎসম্পর্কে কোন আদালতে বা অন্য কোন কর্তৃপক্ষের নিকট কোন প্রশ্ন উত্থাপন করা যাইবে না। > জেলা কমিটির গঠন, ১২। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, প্রতিটি জেলায় একটি জেলা ಕ್ಲ "" কমিটি থাকিবে, যাহা সংশ্লিষ্ট জেলার নামসহ জেলা প্রতিবন্ধী কল্যাণ কমিটি নামে অভিহিত হইবে। S\ o (২) জেলা কমিটির সদস্য হইবেন নিম্নবর্ণিত ব্যক্তিগণ, যথা:s (ক) ডেপুটি কমিশনার, পদাধিকারবলে, যিনি উক্ত কমিটির সভাপতিও Q হইবেন; o (খ) জেলার সিভিল সার্জন, পদাধিকারবলে; Nso (গ) জেলায় কর্মরত প্রতিবন্ধীদের কল্যাণে নিয়োজিত বেসরকারী সংস্থা হইতে ডেপুটি কমিশনার কর্তৃক মনোনীত ২ (দুই) জন প্রতিনিধি; (ঘ) জেলা শিক্ষা অফিসার; পদাধিকারবলে (ঙ) জেলার নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত, পদাধিকারবলে;