পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৩৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○8○ (5) (c) (ত) (o) (দ) (*) (ন) (vi) (ফ) (ব) (ভ) বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারী স্টাডিজ আইন, ২০০১ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য; বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য; ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেটের প্রবীণতম সদস্য: o ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডীন; - èst তলে মতে বা দি সম্পতি ও সঙ্ক সম্পাদক; o জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক; Goo o ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক; আন্তজাতিক খ্যাতিসম্পন্ন একজন প্রবীণ অর্থনীতিবিদ; o " আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন বাংকার o বাংলাদেশ সুপ্রীম কোর্ট একজন সিনিয়র আইনজীবী; এবং ইনস্টিটিউটরদের নিইহার সচিব হইবেন। (S) সংসদ সদস্য ব্যতীত পরিচালনা বোর্ডের যে কোন মনোনীত সদস্য দুই বৎসর মেয়াদে তাহার পদে অধিষ্ঠিত থাকিবেন: ー○ তবে শর্ত থাকে যে, তাহার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি তাহার পদে বহাল থাকিবেন। പ് ৭। ইনস্টিটিউটের কার্যাবলী হইবে নিম্নরূপ, যথা: పౌ Soo xS) ·o (*) *N (o) (ঘ) (8) সংসদ সদস্যদের সংসদে কার্যকর ভূমিকা পালনে আইন ও সংসদ বিষয়ে বিশেষজ্ঞ সহায়তা প্রদান করা; সংসদীয় ব্যবস্থা, সংসদ ব্যবস্থাপনা ও সংসদ কার্য সম্পর্কিত যে কোন বিষয়ে গবেষণা পরিচালনা করা: সাংবিধানিক আইনসহ যে কোন আইন প্রণয়নে পৃথিবীর বিভিন্ন দেশে প্রচলিত নীতির উপর গবেষণা ও তথ্যানুসন্ধান করা: সংসদীয় বিষয়ে গবেষণায় নিয়োজিত কোন ব্যক্তি বা সংস্থার কার্যাবলী সম্পাদনের ক্ষেত্রে সহযোগিতা করা: কমনওয়েলথ পালামেন্টারী এসোসিয়েশনের সদস্য দেশসহ সংসদীয় গণতন্ত্রের বিভিন্ন দেশের সংসদীয় গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সাথে গবেষণা ও প্রশিক্ষণে অভিজ্ঞতা বিনিময় করা: