পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৩৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মালিক, প্রমুখের সম্পত্তি প্রত্যপণ এবং ইহার ফলাফল কতিপয় সম্পত্তি সম্পত্তির তালিকায় অন্তর্ভুক্তি নিষিদ্ধ ○○の অর্পিত সম্পত্তি প্রত্যপণ আইন, ২০০১ ৫। (১) এই আইনের বিধানাবলী অনুসারে প্রত্যপণযোগ্য সম্পত্তির তালিকায় অন্তর্ভুক্ত সম্পত্তি উহার মালিকের নিকট বা, ক্ষেত্রমত, প্রত্যপণযোগ্য জনহিতকর সম্পত্তি ধারা ১৫ অনুসারে সেবায়েত বা মোহন্ত বা পরিচালনা করা হইবে; এবং উক্ত রূপে প্রত্যপিত সম্পত্তির উপর সরকারের স্বত্ব, স্বার্থ, অধিকার ও সকল দায়-দায়িত্ব বিলুপ্ত হইবে: ് তবে শর্ত থাকে যে, প্রত্যপণযোগ্য সম্পত্তিতে সরকার বা সরকারের বা উহাতে কোন অস্থাবর (immovable) সম্পত্তি থাকিলে সরকার বা ক্ষেত্রমত উক্ত দখলদার তাহা সরাইয়া লইতে পারিবেন। o (S) ಆ fe i fe in # ಕ ಕ বিপরীতে জমা থাকা ক্ষতিপূরণের টাকা উহার মালিককে এই আইনের বিধানাবলী অনুসারে প্রদান করা হইবে। šo (৩) এই আইনের অধীনে প্রত্যপণযোগ্য সম্পত্তি কৃষি ভূমি হইলে উহা &Rojoso Goo Land Reforms Ordinance, 1984 (X of 1984) এবং তদধীনে প্রণীত বিধিমালা প্রয়ােজ হইবে। ৬। প্রত্যপণযোগ্য সম্পত্তির তালিকায় নিম্নবর্ণিত সম্পত্তি অন্তর্ভুক্ত করা যাইবে না, যথা- .27 (ক) কোন সম্পত্তি অৰ্পিত সম্পত্তি নহে মৰ্মে এই আইন প্রবর্তনেরর পূর্বে যথাযথ আদালত চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করিয়া থাকিলে সেই সম্পত্তি;

  • - (খ) এই আইন প্রবর্তনের পূর্বে যে কোন সময় তত্ত্বাবধায়ক কর্তৃক অর্পিত so সম্পত্তির তালিকা হইতে অবমুক্ত করা হইয়াছে এরূপ কোন সম্পত্তি;

so (গ) সরকার কর্তৃক কোন সংবিধিবদ্ধ সংস্থা বা অন্য কোন সংগঠন বা o কোন ব্যক্তির নিকট স্থায়ীভাবে হস্তান্তরিত বা স্থায়ী ইজারা প্রদত্ত অপিত সম্পত্তি; (ঘ) কোন সংবিধিবদ্ধ সংস্থার নিকট ন্যস্ত এমন অৰ্পিত সম্পত্তি যাহা শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং উহার আওতাধীন সকল সম্পদ এবং এইরূপ সংবিধিবদ্ধ সংস্থা কর্তৃক উক্ত প্রতিষ্ঠান বা উহার আওতাধীন সম্পদ বা উহার কোন অংশবিশেষ হস্তান্তর করিয়া থাকিলে সেই হস্তান্তরিত সম্পত্তি; (ঙ) এমন অৰ্পিত সম্পত্তি যাহা কোন কোম্পানীর শেয়ার বা অন্য কোন প্রকারের সিকিউরিটি; (চ) জনস্বার্থে অধিগ্রহণ করা হইয়াছে এইরূপ কোন অর্পিত সম্পত্তি: NQ