পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৩৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অর্পিত সম্পত্তি প্রত্যপণ আইন, ২০০১ VLIS তবে শর্ত থাকে যে, উক্ত অধিগ্রহণকৃত সম্পত্তির বিপরীতে প্রদেয় ক্ষতিপূরণের অর্থ জমা থাকিলে উক্ত সম্পত্তির অধিগ্রহণ-পূর্ব মালিককে বা তাহার উত্তরাধিকারী বা স্বার্থধিকারীকে ক্ষতিপূরণের অর্থ এই আইনের বিধান অনুসারে প্রদান করা হইবে যদি উক্ত মালিক বা উত্তরাধিকারী বা স্বার্থাধিকারী অব্যাহতভাবে বাংলাদেশের নাগরিক NQও স্থায়ী বাসিন্দা হন। o o ৭। (১) এই আইন প্রবর্তনের পর কোন ব্যক্তি কোন সম্পত্তি প্রত্যপণযোগ্য প্রত্যপূর্ণযোগ্যু ് ज~र्डिं उनिकोश अडड़ङिचाग नई भर्नब उंछ उनिकोश अडर्डङ जैर्डि ******* কোন সম্পত্তি প্রত্যপণযোগ্য সম্পত্তি নহে মৰ্মে কোন আদালতে মামলা দায়ের বা দাবী উত্থাপন করিতে বা এইরূপ সম্পত্তি অবমুক্তির জন্য তত্ত্বাবধায়কের নিকট কোন দাবী ཕཱ་ཁྲི་ཝ་ ༨ উত্থাপন করতে বা উলুর বাপুরে নাম জারীর জন্য কোন রাজস্ব কর্মকর্তার ১ নিকট কোন আবেদন করিতে পারিবেন না। o (S) এইরূপ মামলা দায়ের বা দাবী উত্থাপন বা আবেদন করা হইলে আদালত বা ক্ষেত্রমত তত্ত্বাবধায়ক উক্ত দাবী বা রাজস্ব কর্মকর্তা উক্ত আবেদন সরাসরি নাকচ করিবেন। sa ৮। এই আইন বলবৎ হওয়ার পরে ধারা ১১(৫) অনুযায়ী প্রত্যপণ সম্পন্ন প্রত্যপণের পূর্বে হওয়ার পূর্বে কোন ব্যক্তি প্রত্যপণযোগ্য সম্পত্তি বা উহা প্রত্যপণ পাওয়ার ::. অধিকার বা উহাতে অন্য কোন অধিকার বিক্রয় বা দান করিতে বা বন্ধক রাখিতে নিষিদ্ধ বা অন্য কোনভাবে হস্তান্তর করিতে পারবেন না এবং তাহা করিলেও উক্ত বিক্রয় দানবন্ধক অনাবিধ হস্তান্তর ফলবিহীন (void) হইবে। ৯। (১) সরকার, তৎকর্তৃক নিধারিত সময়ের মধ্যে,প্রত্যপণযোগ্য প্রত্যপূর্ণযোগ প্রকাশ করবে। ৩০ (২)উক্ত তড়িতি তথ্যখিবি যথা:– (ক) মৌজা-ওয়ার প্রত্যপণযোগ্য সম্পত্তির পূর্ণাঙ্গ বিবরণ (যেমন:- উক্ত ২১ সম্পত্তির প্রকৃতি, উক্ত সম্পত্তি জমি হইলে খতিয়ান নম্বর (সাবেক ও Q হাল) ও দাগ নম্বর (সাবেক ও হাল), পরিমাণ, ইত্যাদি); § (খ) অর্পিত সম্পত্তি হিসাবে তত্ত্বাবধায়ক কর্তৃক সংশ্লিষ্ট নথিতে eS তালিকাভুক্তির তারিখসহ সরকার কর্তৃক উহার দখল বা নিয়ন্ত্রণ উপ-ধারা (১) অর্পিত সম্পত্তি প্রত্যপণ (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ৩৩নং আইন) এর ২ ধারা কর্তৃক প্রতিস্থাপিত।