পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৩৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অর্পিত সম্পত্তি প্রত্যপণ আইন, ২০০১ ৩৫৫ ১১। (১) উপ-ধারা (২) এর বিধান সাপেক্ষে, ট্রাইব্যুনাল উহার ডিক্ৰী বাস্তবায়নের উদ্দেশ্যে, ডিক্ৰী প্রস্তুত হওয়ার ৪৫ (পয়তাল্লিশ) দিন পর, রায় ও ডিক্রীর অনুলিপি জেলা প্রশাসকের নিকট প্রেরণ করিবে এবং জেলা প্রশাসক এই ধারা অনুযায়ী উক্ত ডিক্ৰী বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করিবেন। (২) ডিক্রীর বিরুদ্ধে দায়েরকৃত কোন আপীল শুনানীর জন্য আপীল ট্রাইব্যুনাল কর্তৃক গৃহীত হইলে উক্ত ডিক্রীর বাস্তবায়ন স্থগিত থাকিবে। (৩) কোন সম্পত্তি প্রত্যপণের ডিক্ৰী থাকিলে এবং উহা সরকারের সরাসরি দখলে থাকিলে জেলা প্রশাসক উহার দখল অবিলম্বে ডিক্ৰী প্রাপককে এবং প্রদান করিবেন। (৪) ডিক্রীকৃত সম্পত্তি অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের দখলে থাকিলে উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জেলা প্রশাসক- o (ক) অনধিক ৩০ ত্ৰিশ) দিনের নােটিশ দিয়া দখল পরিত্যাগের নির্দেশ দিবেন এবং তদনুসারে উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান-দখল পরিত্যাগ করিলে ডিগ্রী প্রাপককে দখল বুঝাইয়া দিবেন; এবং (খ) নোটিশ অনুযায়ী উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান দখল পরিত্যাগ না করিলে পুলিশ ফোর্সের সহায়তায় প্রয়োজনীয় শক্তি প্রয়োগের মাধ্যমে এবং ক্ষেত্রমত কোন স্থাপনা অপসারণ করিয়া পরবর্তী ৩০ (ত্ৰিশ) দিনের মধ্যে দখলদারকে দক্রমে ডিক্ৰী প্রাপককে দখল বুঝাইয়া দিবেন। S (৫) উপ-ধারা (৩) বা (৪) অনুযায়ী ডিক্ৰী প্রাপককে প্রত্যপণযোগ্য সম্পত্তির দখল বুঝাইয়া দেওয়া হইলে প্রত্যপণযোগ্য সম্পত্তির প্রত্যপণ সম্পন্ন হইবে। so (৬) উপ-ধারা (৩) বা (৪) অনুসারে প্রত্যপণযোগ্য সম্পত্তির দখল বুঝাইয়া দেওয়ার পর জেলা প্রশাসক S. (ক) তৎসম্পর্কে ট্রাইব্যুনালের নিকট একটি প্রতিবেদন প্রেরণ করবেন; এবং so (খ) সংশ্লিষ্ট রাজস্ব অফিসে ডিক্রীকৃত সম্পত্তি বাবদ রক্ষিত রেকর্ড অব e$ রাইটস্ পরবর্তী ৩০ (ত্ৰিশ) দিনের মধ্যে সংশোধনপূর্বক উহাতে ডিক্ৰী প্রাপকের নাম অন্তর্ভুক্তির ব্যবস্থা করিবেন, এবং উক্তরূপে সংশোধিত রেকর্ড অব রাইটস্ এর অনুলিপি তাহাকে প্রদান করিবেন। o ডিক্ৰী বাস্তবায়ন NON് * ് o