পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৩৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৬২ অর্পিত সম্পত্তি প্রত্যপণ আইন, ২০০১ (২) উপ-ধারা (১) এর অধীনে দায়েরকৃত আপীল নিস্পত্তির ক্ষেত্রে আপীল বিভাগ, উহার নিকট দায়েরকৃত অন্যান্য আপীলের ব্যাপারে যে পদ্ধতি অনুসরণ করে এই ধারার অধীন দায়েরকৃত আপীলের ক্ষেত্রেও যতদূর সম্ভব সেই পদ্ধতি অনুসরণ করিবে। ট্রাইব্যুনাল ও আপীল ২২। :) ট্রাইব্যুনাল ও আপীল ট্রাইব্যুনালু সকল জ্ঞানী প্রকাশ । జ్ఞాశా (open) অনুষ্ঠিত হইবে এবং উহার রায় প্রকাশ্যে ঘোষিত হইবে। o (S) এই আইনের বিধানাবলী সাপেক্ষে, ট্রাইব্যুনাল ও আপীল ট্রাইব্যুনাল বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি অনুসরণ করবে, এবং এইরূপ বিধির অনুপস্থিতিতে উহার বিবেচনামতে যথাযথ পদ্ধতি অনুসরণ করবে। so একতরফা শুনানী ও ২৩। (১) একতরফাভাবে কোন পক্ষক নানী অন্তে কেন আবেদন বা ಶ್ಗ আপীল মঞ্জুর বা নামঞ্জুর করা হইলেও, ট্রাইব্যুনাল ধারা ১০(৮) এ উল্লিখিত বিধান বিষয়ে সিদ্ধান্ত ও রায় প্রদান করিবে, এবং আপীলের ক্ষেত্রে এই সকল বিষয়ে ট্রাইব্যুনালের সিদ্ধান্তের সঠিকতা ও যথার্থতা সম্পর্কে আপীল ট্রাইব্যুনাল উহার রায় প্রদান করিবে। No (২) ট্রাইব্যুনাল বা আপীল ট্রাইব্যুনালে কোন আবেদন বা আপীল একতরফাভাবে কোন পক্ষকে শুনানী অন্তে মঞ্জুর বা নামঞ্জুর করা হইলে একবারের বেশী উক্ত আবেদন বা আপীল পুনর্বহাল বা একতরফা আদেশ তিক্রমপুনােনীক বাইবে না। Co. (৩) ধারা ১০ এর অধীনে পেশকৃত কোন আবেদন বা ধারা ১৮ এর অধীনে দায়েরকৃত কোন আপীল শুনানীর সময় আবেদনকারী বা আপীলকারী উপস্থিত না থাকিলে এবং অন্য কোন পক্ষ শুনানীতে আগ্রহী না হইলে আবেদন বা আপীল খারিজ হইবে এবং এইরূপ ক্ষেত্রে আনুষ্ঠানিক রায় প্রদানের প্রয়োজন হবেনা। so (৪) উপ-ধারা (৩) এর অধীনে প্রদত্ত খারিজ আদেশ এক বারের বেশী o রহিতক্রমে উক্ত আবেদন বা আপীল পুনর্বহাল করা যাইবে না। ప్లొ ২৪। (১) এই আইনের অধীনে পেশকৃত আবেদন বা দাবী বা আপীলের সমর্থনে সংশ্লিষ্ট পক্ষ কর্তৃক উপস্থাপিত সাক্ষীর বক্তব্যের সারাংশ ট্রাইব্যুনাল বা ... དཙལ་བར་ আপীল ট্রাইব্যুনাল লিপিবদ্ধ করিবে। (২) ট্রাইব্যুনাল বা আপীল ট্রাইব্যুনাল কর্তৃক কোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্যে কোন ব্যক্তির সাক্ষ্য বা উপস্থিতি কিংবা কোন দলিল অনুসন্ধান বা উপস্থাপনের প্রয়োজন হইলে, উক্ত উপস্থিতি, অনুসন্ধান বা উপস্থাপন নিশ্চিত করিবার জন্য দেওয়ানী কার্যবিধির এর বিধান অনুসারে এতদসংক্রান্ত বিষয়ে