পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৪০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১ VLAL (ঈ) আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হন এবং দেউলিয়ত্বের দায় হইতে অব্যাহতি লাভ করিয়া না থাকেন: (উ) কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ খেলাপী হিসাবে উক্ত ব্যাংক বা প্রতিষ্ঠান বা বাংলাদেশ ব্যাংক বা আদালত কর্তৃক চিহ্নিত বা ঘোষিত হন; বা (উ) বিগত ৫ (পাঁচ) বৎসরের মধ্যে তাহার লাইসেন্স কমিশন বাতিল করিয়া থাকে; (খ) উক্ত আবেদনকারী হয় কোন কোম্পানী বা কর্পোরেশন বা অংশীদারী কারবার বা সমিতি বা অন্য কোন প্রতিষ্ঠান এবং o (অ) উহার মালিক বা যে কোন পরিচালক বা অংশীদারের ణా দফা (ক) এর (অ) হইতে (উ) এর ক্ষেত্রে উপ-দফা প্রযোজ্য হয়, বা & (আ) উহার ক্ষেত্রে উক্ত দফার উপ-দফা (উ) প্রযোজ্য হয়। ৪) এই ধারার অধীন- o (8) o (ক) লাইসেন্স ইসু বা নবায়নের জন্য আবেদনকারী কমিশন কর্তৃক (খ) ইসুকৃত লাইসেন্সে উহার মেয়াদ, মেয়াদান্তে নবায়নের প্রয়োজনীয়তা ও লাইসেন্সের ক্ষেত্রে প্রযোজ্য শর্তাবলী উল্লেখিত থাকিবে; (*) ইসুকৃত লাইসেন্সে পরিচালনাকার কর্তৃক প্রদেয় সেবা সুনির্দিষ্টভাবে o (ঘ) ইসুকৃত লাইসেন্সে উল্লিখিত টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে উহাতে উল্লিখিত সেবা প্রদান করিতে হইবে: - Co (ঙ) ইসুকৃত লাইসেন্সের আওতাধীন কার্যাবলীতে বেতার যন্ত্রপাতি, ১ প্রতিবন্ধকতা সৃষ্টিকারী যন্ত্রপাতি, ও বেতার ফ্রিকোয়েন্সি ব্যবহারের প্রয়োজন হইলে অষ্টম অধ্যায়ের অধীন লাইসেন্স, বেতার ফ্রিকোয়েন্সি § বাবদ ও প্রয়োজনীয় কারিগরী গ্রহণযোগ্যতা সনদ সংগ্রহের শর্ত S উল্লেখ করিতে হইবে। sò (৫) লাইসেন্সের প্রতিটি আবেদন কমিশনের নিকট, তৎকর্তৃক নির্ধারিত G ফরমেও পদ্ধতিতে দাখিল করিতে হইবে। (৬) টেন্ডার বিজ্ঞপ্তির মাধ্যমে আহ্বানকৃত আবেদনপত্রের প্রেক্ষিতে কমিশন নূতন লাইসেন্স ইসু'র বিষয় বিবেচনা করিতে পারিবে: