পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৪০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○あや。 বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১ তবে শর্ত থাকে যে, কমিশন প্রবিধান দ্বারা এমন কতিপয় সেবা চিহ্নিত করিতে পারিবে যাহাদের ব্যাপারে টেন্ডার বিজ্ঞপ্তি ব্যতিরেকে লাইসেন্স ইসু্য করা যায় । (৭) লাইসেন্সের জন্য আবেদন বিবেচনার সুবিধার্থে কমিশন - আবেদনকারীর নিকট হইতে প্রয়োজনীয় তথ্য বা কাগজপত্র তলব করিতে পারে ് জু এলে আন্দোর প্রস্তাবিত স্থাপনা সংশ্লিষ্ট হন ও যন্ত্রপতি । পরিদর্শন করিতে পারিবে। § Q (৮) কমিশন- ് C(ক) উক্ত আবেদন দাখিল হওয়ার অনধিক ১৮০ (একশত আশি) দিনের মধ্যে মঞ্জুর করা বা না করার সিদ্ধান্ত গ্রহণ করিবে; এবং মঞ্জুর করিবার ৭ (সাত) দিনের মধ্যে এই সিদ্ধান্ত আবেদনকারীকে জনাই দিব ও সিদ্ধান্ত অনুসারে লুংলেই করবে: o (খ) উক্ত সময়ের মধ্যে আবেদনটি নামঞ্জুর করিলে এই সিদ্ধান্ত গ্রহণের ৭ (সাত) দিনের মধ্যে সংশ্লিষ্ট কারণসহ নামঞ্জুরের সিদ্ধান্ত আবেদনকারীকে জানাইয়া দিবে; বা (গ) উক্ত ১৮০ (કર્મક আশি) দিনের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ সম্ভব না হইলে সংশ্লিষ্ট কারণ উল্লেখপূর্বক সম্ভাব্য বিলম্বের বিষয়টি উক্ত ১৮০ (একশত আশি) দিনের মধ্যে বা পরবর্তী ৭ (সাত) দিনের মধ্যে আবেদনকারীকে জানাইয়া দিবে এবং উক্ত সম্ভাব্য সময়ের মধ্যে খিল কৰে। (৯) কমিশন তৎকর্তৃক ইস্কৃত প্রতিটি লাইসেন্সের মুদ্রত অনুলিপি সংরক্ষণ করিবে, এবং যে কোন ব্যক্তি কমিশন কর্তৃক নির্ধারিত ফিস পরিশোধ কাউন্ড পিপদ বাউহার প্রতিলিপিসহকরতে পাবেন। লাইসেন্সের শর্তাবলী ২১ ৩৭। (১) কোন লাইসেন্স বা উহার অধীনে অর্জিত স্বত্ব সম্পূর্ণ বা তে আংশিকভাবে হস্তান্তরযোগ্য হইবে না এবং এইরূপ হস্তান্তর হইবে ফলবিহীন o (void) o (২) কমিশন এই আইন ও প্রবিধানের সহিত সংগতিপূর্ণ যে কোন শর্ত o সংশ্লিষ্ট লাইসেন্সে উল্লেখ করিতে পারিবে এবং কোন নির্দিষ্ট পরিস্থিতি অনুসারে o অতিরিক্ত শর্তও উহাতে যোগ করিতে পারিবে । e$ (৩) উপধারা (২) এ বর্ণিত ক্ষমতার সামগ্রিকতার আওতায় লাইসেন্সে নিম্নলিখিত যে কোন বা সকল বিষয়ে যথাযথ শর্ত অন্তর্ভুক্ত থাকিতে পারিবে: (ক) লাইসেন্সধারী কর্তৃক এই আইন এবং প্রবিধান পালন;