পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৪৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88S ঢাকা যানবাহন সমম্বয় বোর্ড আইন, ২০০১ ২০০১ সনের ১৯ নং আইন [১৬ এপ্রিল, ২০০১] è ঢাকায় যানবাহন ব্যবস্থার সমন্বয়ের উদ্দেশ্যে বিধান প্রণয়নকল্পে প্রণীত ് | S Q প্রয়োজনীয়; সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল:- & ১। এই আইন ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড আইন, ২০০১ নামে অভিহিত Fణా হইবে। & ২। বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- সংজ্ঞা (ক) "চেয়ারম্যান” অর্থ বোর্ডের চেয়ারম্যান; പ്പെ § o (*) “UFT" SR Town Improvement Act, 1953 (E. B. Act XIII of 1953) és section 1 és sub-section (2) ER NÄR ঢাকা সিটি এবং যেসব এলাকায় উক্ত Act প্রযোজ্য সেই সকল এলাকাও অন্তর্ভুক্ত হইবে ত’ സ് (গ) “নির্বাহী পরিচালক” অর্থ বাের্ডের নির্বাহী পরিচালক এবং ধারা ১১(৪) এর অধীন নির্বাহী পরিচালকরুপে দায়িত্ব পালনরত ব্যক্তিও অন্তর্ভুক্ত হইবে; bo (ঘ) “বোর্ড” অর্থ ধারা ৪ এর অধীন প্রতিষ্ঠিত ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড ২ (ঙ) "ভাইস-চেয়ারম্যান" অর্থ বোর্ডের ভাইস-চেয়ারম্যান (চ) - “সচিব” অর্থ বোর্ডের সচিব; ©o “সদস্য” অর্থ বোর্ডের সদস্য। S. ১৩ আগত বানানে আলখিনি কিবা আইল আইনের প্রাধান্য so কোন দলিলে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের CŞ ধানাবলী কার্যকর থাকিবে। ৪ । (১) এই আইন বলবৎ হইবার পর, যতশীঘ্র সম্ভব, সরকার এই বোর্ড প্রতিষ্ঠা আইনের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণকল্পে, ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড নামে একটি বোর্ড প্রতিষ্ঠা করিবে।